নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রেস ম্যানেজার আশিকুল হক পিন্টুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে নিহতের কথিত প্রেমিকা শাফিয়া বেগমকে আটক করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। তিনি বলেন, প্রেস ম্যানেজার আশিকুল হক নিহতের ঘটনায় তাঁর বড় ভাই আরিফুল হক চৌধুরী একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় নিহতের পরিবার আশিকুলের কথিত প্রেমিকা শাফিয়াসহ পাঁচজনকে আসামি করেছেন। আটক নারীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘শাফিয়া বেগম তাঁর ভাবিসহ ওই বাড়িতে থাকতেন। ভাবি গ্রামের বাড়িতে গেছেন। এ কারণে তিনি একাই ছিলেন বাসায়।’
শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।
ওসি বলেন, ‘পিন্টুর শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।’
নিহত আশিকুল হক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কনিকারা গ্রামের ফজলুল হক চৌধুরীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। ব্যাচেলর হিসেবে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসায় থাকতেন বলে জানান এই কর্মকর্তা।
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রেস ম্যানেজার আশিকুল হক পিন্টুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে নিহতের কথিত প্রেমিকা শাফিয়া বেগমকে আটক করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। তিনি বলেন, প্রেস ম্যানেজার আশিকুল হক নিহতের ঘটনায় তাঁর বড় ভাই আরিফুল হক চৌধুরী একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় নিহতের পরিবার আশিকুলের কথিত প্রেমিকা শাফিয়াসহ পাঁচজনকে আসামি করেছেন। আটক নারীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘শাফিয়া বেগম তাঁর ভাবিসহ ওই বাড়িতে থাকতেন। ভাবি গ্রামের বাড়িতে গেছেন। এ কারণে তিনি একাই ছিলেন বাসায়।’
শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।
ওসি বলেন, ‘পিন্টুর শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।’
নিহত আশিকুল হক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কনিকারা গ্রামের ফজলুল হক চৌধুরীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। ব্যাচেলর হিসেবে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসায় থাকতেন বলে জানান এই কর্মকর্তা।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৭ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে