ঢামেক প্রতিনিধি
কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে পরিকল্পনা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের।
মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর হাতের ড্রেসিং এর পর এই সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।
ডা. আইউব হোসেন বলেন, ‘বাম হাত ব্যতীত রনির শরীরের সবস্থানের দগ্ধ ঘা শুকিয়ে গেছে। আজকে তাঁর হাতে আবার ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং এ হাতের তালুর বিপরীত পাশে ফোসকার মতো দেখা গেছে। সেখানকার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। সেজন্য সেখানে আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আজকে তাকে গোসল করানো হয়েছে।’
ডা. আইউব জানান, বোর্ডের চিকিৎসকেরা সবাই আশাবাদী আগামী শনিবারের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শনিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে। সেই পরিকল্পনা মতে সব কাজ এগিয়ে যাচ্ছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে পরিকল্পনা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের।
মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর হাতের ড্রেসিং এর পর এই সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।
ডা. আইউব হোসেন বলেন, ‘বাম হাত ব্যতীত রনির শরীরের সবস্থানের দগ্ধ ঘা শুকিয়ে গেছে। আজকে তাঁর হাতে আবার ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং এ হাতের তালুর বিপরীত পাশে ফোসকার মতো দেখা গেছে। সেখানকার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। সেজন্য সেখানে আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আজকে তাকে গোসল করানো হয়েছে।’
ডা. আইউব জানান, বোর্ডের চিকিৎসকেরা সবাই আশাবাদী আগামী শনিবারের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শনিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে। সেই পরিকল্পনা মতে সব কাজ এগিয়ে যাচ্ছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৩ মিনিট আগে