রেজা করিম, নারায়ণগঞ্জ থেকে
নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একই সঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তৈমুর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই।
ইভিএম প্রসঙ্গে তৈমুর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমুর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমুর।
নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একই সঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তৈমুর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই।
ইভিএম প্রসঙ্গে তৈমুর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমুর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমুর।
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে