বিয়ের প্রলোভনে ধর্ষণ: বান্ধবী লায়লার মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৭: ১৫

‘বিয়ের প্রলোভনে ধর্ষণের’ অভিযোগে বান্ধবী লায়লা আক্তার ফারহাদের (৪৮) মামলায় গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর প্রিন্স মামুনকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে মামুনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা-পুলিশ। তারপর রাত ১২টায় তাঁকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷

এর আগে গত রোববার লায়লা আক্তার ফারহাদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে মামুনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লায়লার দাবি, ঢাকায় থাকার জায়গা নেই বলে ‘সরল বিশ্বাসে’ মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লায়লার বাসায় ওঠেন। ওই দিন থেকে তাঁরা দুজন একই কক্ষে থাকতে শুরু করেন। এরপর মামুনের বাবা-মা মাঝেমধ্যেই এসে সেখানে থাকতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ মামুন একাধিকবার ‘ইচ্ছার বিরুদ্ধে’ লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। চলতি বছরের ১৪ মার্চ মামুন শোয়ার ঘরে আগের মতোই ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ তাঁকে ধর্ষণ করেন।

পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

উল্লেখ্য, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত বছরের ১২ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন লায়লা আক্তার ফারহাদ। ওই মামলায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর ৪ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত