নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৭ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে