ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৬: ৩২
Thumbnail image
কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা শিক্ষার্থীরা অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার অদূরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়।

৩০ মিনিট সড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর অবরোধ উঠিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে তাঁকে বিএনপির নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

আ.লীগের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা নিজাম যোগ দিলেন ইসলামী আন্দোলনে

বাংলাদেশে সরকারপতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে: জেক সুলিভান

সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে অনৈক্য

থানা-হাজতে রাখা হয়নি, সহজেই পালিয়েছেন সাবেক ওসি শাহ আলম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত