ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৮: ৫২
Thumbnail image
খাস জমি বন্দোবস্তের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দায় আওয়ামী ক্যাডারদের দখলে থাকা বিলমান্দার খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাদলঘাটা স্কুল বাজারে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্কুল বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা বলেন, বিলমান্দায় বিপুল পরিমাণ খাস সম্পত্তি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করেছেন আওয়ামী লীগের ক্যাডাররা। বিষয়টি তদন্তসহ প্রভাবশালীদের চিহ্নিত করে লিজ বাতিলসহ প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

কোঁচড়া গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুর রহমান ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে থাকা একটি চক্র ওই বিলের অন্তত শতাধিক বিঘা সম্পত্তি ভোগদখল করছে। তারা সবাই পরানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও প্রভাবশালী ব্যক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিলমান্দার খাস সম্পত্তি লিজ নেয়। এতে করে প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হন।

বাদলঘাটা গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের এসব ক্যাডার খাস সম্পত্তি টিকিয়ে রাখতে বিএনপি নেতাদের ইন্ধনদাতা আখ্যায়িত করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভূমিহীনদের ন্যায্য দাবিকে রাজনৈতিক রং লাগাতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী ভূমিদস্যুরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত