মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় প্রায় এক যুগ পর মামলা হয়েছে। এতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে প্রধান আসামি করে ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।
গতকাল বুধবার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল দের আদালতে নিহত নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মী ও ৩৮ জন জন পুলিশ সদস্যের নাম রয়েছে।
মামলায় মমতাজ বেগম ছাড়া অন্যতম আসামিরা হলেন সিঙ্গাইর পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন প্রমুখ।
পুলিশ সদস্যদের মধ্যে অন্যতম আসামি হচ্ছেন জেলায় তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম; জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল আলম, মদন মোহন বণিক ও মোহাম্মদ রবিউল ইসলাম; সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ থেকে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে একই বছরের ২৪ ফেব্রুয়ারি মুসল্লিদের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় গোবিন্দলে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রসহ পুলিশ বাহিনীর সঙ্গে ওই মিছিলে হামলা চালায়। এতে গোবিন্দল গ্রামের নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। আহত হন অর্ধশতাধিক। ওই সময় হতাহতদের পরিবার সরকারি দলের দাপটে ও পুলিশের বাধায় মামলা করতে পারেনি।
এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আদালত থেকে কোনো নির্দেশনা পেলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় প্রায় এক যুগ পর মামলা হয়েছে। এতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে প্রধান আসামি করে ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।
গতকাল বুধবার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল দের আদালতে নিহত নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মী ও ৩৮ জন জন পুলিশ সদস্যের নাম রয়েছে।
মামলায় মমতাজ বেগম ছাড়া অন্যতম আসামিরা হলেন সিঙ্গাইর পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন প্রমুখ।
পুলিশ সদস্যদের মধ্যে অন্যতম আসামি হচ্ছেন জেলায় তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম; জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল আলম, মদন মোহন বণিক ও মোহাম্মদ রবিউল ইসলাম; সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ থেকে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে একই বছরের ২৪ ফেব্রুয়ারি মুসল্লিদের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় গোবিন্দলে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রসহ পুলিশ বাহিনীর সঙ্গে ওই মিছিলে হামলা চালায়। এতে গোবিন্দল গ্রামের নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। আহত হন অর্ধশতাধিক। ওই সময় হতাহতদের পরিবার সরকারি দলের দাপটে ও পুলিশের বাধায় মামলা করতে পারেনি।
এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আদালত থেকে কোনো নির্দেশনা পেলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে