ঢাবি প্রতিনিধি
নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস ও আতশবাজি ওড়াতে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আরও অনেকের মতো ফানুস উড়িয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে দেখা যায় সাদ্দাম ও ইনানকে। ফানুস ওড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তাঁদের অনুসারীরা। ইনানের ফেসবুক পেজেও ফানুস ওড়ানোর ছবি দেখা যায়।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ফানুস ওড়ানোর বিষয়ে জানতে চাইলে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন অনেক আগে থেকে বন্ধু। ক্যাম্পাস-জীবনে একসঙ্গে অনেক আনন্দ-উল্লাস করেছি, ফানুস উড়িয়েছি।’ গতকাল উড়িয়েছেন কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও জনসাধারণের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান।
এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। আকাশে কাগজের ফানুস ওড়ানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। কেউ এগুলো ওড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আগের বছরের মতো এবারও উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের অনুমতি দেয়নি ডিএমপি। আজ সন্ধ্যা পর্যন্ত বারগুলো বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস ও আতশবাজি ওড়াতে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আরও অনেকের মতো ফানুস উড়িয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে দেখা যায় সাদ্দাম ও ইনানকে। ফানুস ওড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তাঁদের অনুসারীরা। ইনানের ফেসবুক পেজেও ফানুস ওড়ানোর ছবি দেখা যায়।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ফানুস ওড়ানোর বিষয়ে জানতে চাইলে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন অনেক আগে থেকে বন্ধু। ক্যাম্পাস-জীবনে একসঙ্গে অনেক আনন্দ-উল্লাস করেছি, ফানুস উড়িয়েছি।’ গতকাল উড়িয়েছেন কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও জনসাধারণের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান।
এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। আকাশে কাগজের ফানুস ওড়ানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। কেউ এগুলো ওড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আগের বছরের মতো এবারও উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের অনুমতি দেয়নি ডিএমপি। আজ সন্ধ্যা পর্যন্ত বারগুলো বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১২ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৫ মিনিট আগে