নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার বি ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসায় একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহকর্মীর নাম কোহিনুর (১৬)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। তার বাবার নাম রবিউল।
বনশ্রীর বি ব্লকের ২ নম্বর সড়কের ৯ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে কাজ করতেন তিনি। ফ্ল্যাটের মালিক শরিফুল ইসলাম ও তার স্ত্রী দুজনই বেসরকারি ব্যাংকে কাজ করেন। শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রায় ২ মাস ধরে কোহিনুর তাদের বাসায় কাজ করছিলেন। তাঁদের ৪ বছরের শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য গ্রাম থেকে কোহিনুরকে নিয়ে এসেছিলেন।
শরিফুল ইসলাম বলেন, ‘আমি আর আমার স্ত্রী প্রতিদিন সকালে বের হয়ে যাই। আজকে বিকেলে দুপুরের খাবারের সময় হঠাৎ বাসার কেয়ারটেকার ফোন দিয়ে এই খবর জানান। কেন হলো, কীভাবে হলো কিছুই জানি না।’
তিনি আরও জানান, কোহিনুরের আত্মহত্যার খবর তার বাড়িতে জানানো হলে তার বাড়ি থেকে কেউ আসতে রাজি হয়নি। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে তার লাশ বাড়িতে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছে কোহিনুরের পরিবার।
তিনি বলেন, ‘বিকেলে আমার স্ত্রী অনেকবার বাসায় ফোন দিচ্ছিল। কিন্তু কেউ ফোন ধরেনি। তখন পাশের বাসার আরেকজনকে ফোন করে দেখার অনুরোধ করলে তিনি বাসায় যান। কলিং বেল দেওয়ার পর আমার বাচ্চাটা এসে দরজা খোলে। ভেতরে গিয়ে তিনি দেখেন কোহিনুর ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’
রামপুরা থানার এসআই সুলাইমান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওই বাসার গৃহকর্ত্রী ৯৯৯ এ কল করে আত্মহত্যার খবর জানান। তখন থানা থেকে সেই বাসায় যাই। গিয়ে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কি কারণে আত্মহত্যা করেছেন কিংবা আত্মহত্যা ব্যতীত অন্য কিছু পুলিশ ধারণা করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আত্মহত্যা ছাড়া আর কোন ধরনের ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার বি ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসায় একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহকর্মীর নাম কোহিনুর (১৬)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। তার বাবার নাম রবিউল।
বনশ্রীর বি ব্লকের ২ নম্বর সড়কের ৯ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে কাজ করতেন তিনি। ফ্ল্যাটের মালিক শরিফুল ইসলাম ও তার স্ত্রী দুজনই বেসরকারি ব্যাংকে কাজ করেন। শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রায় ২ মাস ধরে কোহিনুর তাদের বাসায় কাজ করছিলেন। তাঁদের ৪ বছরের শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য গ্রাম থেকে কোহিনুরকে নিয়ে এসেছিলেন।
শরিফুল ইসলাম বলেন, ‘আমি আর আমার স্ত্রী প্রতিদিন সকালে বের হয়ে যাই। আজকে বিকেলে দুপুরের খাবারের সময় হঠাৎ বাসার কেয়ারটেকার ফোন দিয়ে এই খবর জানান। কেন হলো, কীভাবে হলো কিছুই জানি না।’
তিনি আরও জানান, কোহিনুরের আত্মহত্যার খবর তার বাড়িতে জানানো হলে তার বাড়ি থেকে কেউ আসতে রাজি হয়নি। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে তার লাশ বাড়িতে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছে কোহিনুরের পরিবার।
তিনি বলেন, ‘বিকেলে আমার স্ত্রী অনেকবার বাসায় ফোন দিচ্ছিল। কিন্তু কেউ ফোন ধরেনি। তখন পাশের বাসার আরেকজনকে ফোন করে দেখার অনুরোধ করলে তিনি বাসায় যান। কলিং বেল দেওয়ার পর আমার বাচ্চাটা এসে দরজা খোলে। ভেতরে গিয়ে তিনি দেখেন কোহিনুর ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’
রামপুরা থানার এসআই সুলাইমান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওই বাসার গৃহকর্ত্রী ৯৯৯ এ কল করে আত্মহত্যার খবর জানান। তখন থানা থেকে সেই বাসায় যাই। গিয়ে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কি কারণে আত্মহত্যা করেছেন কিংবা আত্মহত্যা ব্যতীত অন্য কিছু পুলিশ ধারণা করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আত্মহত্যা ছাড়া আর কোন ধরনের ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১২ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৫ মিনিট আগে