নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত রোববার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে তুলনামূলক বিতর্ক কম হয়েছে বলে জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হয়েছে। তুলনামূলকভাবে এই নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়েছে। কিন্তু এখানে মাত্র ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি। নাসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকারকে প্রায় ৬৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
হারুনুর রশীদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর আমাদের ইউপি নির্বাচনগুলো হয়েছে। আমি গত অধিবেশনে আপনার মাধ্যমে আবেদন করেছিলাম অন্তত পক্ষে আমার জনগণ যাতে ভোট দিতে পারে। এটার নিশ্চয়তা চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আর স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম।
হারুন বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ভোটের দিন ৫০ জন সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেই দিন কোন নির্বাচন হয়নি। ইভিএমে ভোট হয়েছে। সেখানে ব্যাজ লাগানো, কেউ বলে ইভিএম মনিটর, কেউ টেকনিশিয়ান। আমি তাঁর (সিইসি) সঙ্গে কথা বলেছিলাম, উনিও বলছিলেন গোপন কক্ষেও লোক?’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের আগ্রহ ও উৎসব একেবারেই নাই। প্রধানমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করিও না। জানা সত্যকে গোপন করিও না। প্রধানমন্ত্রী তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেখানে সুস্পষ্ট বলেছিলেন, দুর্নীতিবাজ যে হোক ছাড় দেওয়া হবে না। এটা সুনির্দিষ্টভাবে বলেছিলেন। দুর্নীতির সংজ্ঞা হচ্ছে অসদুপায় অবলম্বন করা। আপনি অসদুপায় অবলম্বন করে নির্বাচন করেন, নির্বাচিত হোন। অসদুপায় অবলম্বন করে নিয়োগ পান, ভর্তি হন কিংবা যেকোনো জায়গায় কর্ম বাস্তবায়ন করেন। এটা আমাদের ইসলাম নিষিদ্ধ করা হয়েছে।’
এ সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। হারুন সরকার দলীয় সংসদের উদ্দেশ্যে বলেন, ‘এত অধৈর্য হয়েন না প্লিজ। এত অধৈর্য হচ্ছেন কেন? যা সত্য, তা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন।’
হারুন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো, আমার নির্বাচন এলাকার যে পৌর নির্বাচন হয়েছে, তার যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? এটি আমার দাবি। তাহলে কেন আমরা সংসদে থাকব? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এই কারণে, যারা দায়িত্বে রয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, পুলিশ, নির্বাচন কমিশন কথা দিয়েছিলো। তারপরও নির্বাচন সুষ্ঠু হয়নি।’
এ সময় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।
মার্কিন নিষেধাজ্ঞায় দেশের ভাবমূর্তি জড়িত মানবাধিকার প্রশ্নে আইজিপি, র্যাব প্রধানসহ সাতজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে সংসদে কথা বলেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। এই কর্মকর্তাদের দক্ষ ও দেশপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশাকরি তাঁদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশপ্রেমিক কর্মকর্তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা প্রত্যাহার করে নিবে। কিন্তু এটার পরে দেশে নানাভাবে গুজবের ডালপালা সৃষ্টি হচ্ছে। অমুকের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে, তমুককে ঢুকতে পারেননি। একই সঙ্গে নানান আলোচনা-সমালোচনা, সরকার কি চাপে পড়েছে। সামনের দিনগুলোতে আরও কি কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে।’
জাতির বৃহত্তর স্বার্থে এসব ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করেন জাপার এই সাংসদ। তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমাদের জাতীয় ইস্যু। তাই সমালোচনা বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করতে হবে। কারণ এটার সঙ্গে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি জড়িত। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ইস্যু নিয়ে গুজব ছড়াচ্ছে। খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বাবলা বলেন, ‘আপনারা এমন বক্তব্য দিয়েন না। যাতে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
গত রোববার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে তুলনামূলক বিতর্ক কম হয়েছে বলে জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হয়েছে। তুলনামূলকভাবে এই নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়েছে। কিন্তু এখানে মাত্র ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি। নাসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকারকে প্রায় ৬৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
হারুনুর রশীদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর আমাদের ইউপি নির্বাচনগুলো হয়েছে। আমি গত অধিবেশনে আপনার মাধ্যমে আবেদন করেছিলাম অন্তত পক্ষে আমার জনগণ যাতে ভোট দিতে পারে। এটার নিশ্চয়তা চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আর স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম।
হারুন বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ভোটের দিন ৫০ জন সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেই দিন কোন নির্বাচন হয়নি। ইভিএমে ভোট হয়েছে। সেখানে ব্যাজ লাগানো, কেউ বলে ইভিএম মনিটর, কেউ টেকনিশিয়ান। আমি তাঁর (সিইসি) সঙ্গে কথা বলেছিলাম, উনিও বলছিলেন গোপন কক্ষেও লোক?’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের আগ্রহ ও উৎসব একেবারেই নাই। প্রধানমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করিও না। জানা সত্যকে গোপন করিও না। প্রধানমন্ত্রী তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেখানে সুস্পষ্ট বলেছিলেন, দুর্নীতিবাজ যে হোক ছাড় দেওয়া হবে না। এটা সুনির্দিষ্টভাবে বলেছিলেন। দুর্নীতির সংজ্ঞা হচ্ছে অসদুপায় অবলম্বন করা। আপনি অসদুপায় অবলম্বন করে নির্বাচন করেন, নির্বাচিত হোন। অসদুপায় অবলম্বন করে নিয়োগ পান, ভর্তি হন কিংবা যেকোনো জায়গায় কর্ম বাস্তবায়ন করেন। এটা আমাদের ইসলাম নিষিদ্ধ করা হয়েছে।’
এ সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। হারুন সরকার দলীয় সংসদের উদ্দেশ্যে বলেন, ‘এত অধৈর্য হয়েন না প্লিজ। এত অধৈর্য হচ্ছেন কেন? যা সত্য, তা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন।’
হারুন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো, আমার নির্বাচন এলাকার যে পৌর নির্বাচন হয়েছে, তার যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? এটি আমার দাবি। তাহলে কেন আমরা সংসদে থাকব? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এই কারণে, যারা দায়িত্বে রয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, পুলিশ, নির্বাচন কমিশন কথা দিয়েছিলো। তারপরও নির্বাচন সুষ্ঠু হয়নি।’
এ সময় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।
মার্কিন নিষেধাজ্ঞায় দেশের ভাবমূর্তি জড়িত মানবাধিকার প্রশ্নে আইজিপি, র্যাব প্রধানসহ সাতজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে সংসদে কথা বলেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। এই কর্মকর্তাদের দক্ষ ও দেশপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশাকরি তাঁদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশপ্রেমিক কর্মকর্তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা প্রত্যাহার করে নিবে। কিন্তু এটার পরে দেশে নানাভাবে গুজবের ডালপালা সৃষ্টি হচ্ছে। অমুকের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে, তমুককে ঢুকতে পারেননি। একই সঙ্গে নানান আলোচনা-সমালোচনা, সরকার কি চাপে পড়েছে। সামনের দিনগুলোতে আরও কি কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে।’
জাতির বৃহত্তর স্বার্থে এসব ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করেন জাপার এই সাংসদ। তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমাদের জাতীয় ইস্যু। তাই সমালোচনা বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করতে হবে। কারণ এটার সঙ্গে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি জড়িত। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ইস্যু নিয়ে গুজব ছড়াচ্ছে। খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বাবলা বলেন, ‘আপনারা এমন বক্তব্য দিয়েন না। যাতে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে