সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১১: ০৭
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ছোট্ট শাবকের নিরাপত্তার কথা বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ শাবক জন্মের বিষয়টি এত দিন গণমাধ্যমে জানায়নি। জন্ম নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে বলে নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। তারা নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়ের।

গতকাল মঙ্গলবার রাতে নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। কিছুদিন আগে শাবকটির জন্ম হলেও তার নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত ১০ অক্টোবর দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি করছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি ও লাফালাফি করে সময় পার করতে দেখা যায়।

নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। ছবি: সংগৃহীত
নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। শাবকের নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত