শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র জিতু প্রথমে ঢাকায় এরপর মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আশয় নেন। সর্বশেষ গাজীপুরের শ্রীপুর তাঁর স্কুলের এক বন্ধুর ভাড়া বাসায় আশ্রয় নেন। কিন্তু ওই বন্ধু জানতেন না যে জিতু খুনের অভিযোগে পালিয়ে এসে তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছেন। অবশেষে মোবাইলে বাবার পাঠানো টাকা উঠাতে গিয়ে র্যাবের মুখোমুখি হন জিতু।
জিতুর বাবার পাঠানো সেই টাকা তুলতে এসছিলেন তাঁর ওই বন্ধু। এ সময় জিতুর ছবি দেখিয়ে তাঁর বন্ধুর কাছে জানতে চাওয়া হয়। পরবর্তীতে জিতু তাঁর (বন্ধু) আশ্রয়ে রয়েছেন বলে র্যাবেকে জানান ওই বন্ধু। এরপর জিতুর অবস্থান বলে দেওয়া বন্ধুর দেওয়া তথ্য মতে গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ওই বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জিতুকে আশ্রয় দেওয়া ওই বন্ধু বলেন, ‘আমি জিতুর সঙ্গে আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি। নবম শ্রেণি থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। গতকাল ফোন করে বলে, ‘‘আমি তোর এখানে আসছি।’’ এরপর আমি তাঁকে আমার বাসায় নিয়ে আসি। আমি বড় ভাই ও বোনের সঙ্গে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকি। এক ঘরে জায়গা না হওয়ায় জিতুকে পাশের স্থানীয় একজনের বাসার ভাড়াটিয়া পরিচিত বড় ভাইয়ের ঘরে থাকার ব্যবস্থা করে দেই।’
ওই বন্ধু বলেন, ‘জিতু আমার এখানে আসার পর জানায়, তাঁর বাবা বিকাশের মাধ্যমে এক হাজার টাকা পাঠাবে। পাঠানো টাকা উঠাতে পার্শ্ববর্তী দোকানে গেলে হঠাৎ র্যাব সদস্যরা এসে জিতুর ছবি দেখান। এরপর আমি সঙ্গে সঙ্গে বলে তাকে আমি চিনি, সে আমার স্কুল জীবনের বন্ধু। এরপর র্যাব সদস্যরা তাঁর বিস্তারিত ঠিকানা চায়। তখন র্যাব সদস্যদের আমি সেই বাসায় নিয়ে যায়। পরবর্তী ঘুমিয়ে থাকা জিতুকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাব। এরপর আমি জানতে পারছি সে খুন করে আমার এখানে আশ্রয় নিয়েছে। আমি আগে জানতাম না।’
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার মারা যান।
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র জিতু প্রথমে ঢাকায় এরপর মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আশয় নেন। সর্বশেষ গাজীপুরের শ্রীপুর তাঁর স্কুলের এক বন্ধুর ভাড়া বাসায় আশ্রয় নেন। কিন্তু ওই বন্ধু জানতেন না যে জিতু খুনের অভিযোগে পালিয়ে এসে তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছেন। অবশেষে মোবাইলে বাবার পাঠানো টাকা উঠাতে গিয়ে র্যাবের মুখোমুখি হন জিতু।
জিতুর বাবার পাঠানো সেই টাকা তুলতে এসছিলেন তাঁর ওই বন্ধু। এ সময় জিতুর ছবি দেখিয়ে তাঁর বন্ধুর কাছে জানতে চাওয়া হয়। পরবর্তীতে জিতু তাঁর (বন্ধু) আশ্রয়ে রয়েছেন বলে র্যাবেকে জানান ওই বন্ধু। এরপর জিতুর অবস্থান বলে দেওয়া বন্ধুর দেওয়া তথ্য মতে গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ওই বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জিতুকে আশ্রয় দেওয়া ওই বন্ধু বলেন, ‘আমি জিতুর সঙ্গে আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি। নবম শ্রেণি থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। গতকাল ফোন করে বলে, ‘‘আমি তোর এখানে আসছি।’’ এরপর আমি তাঁকে আমার বাসায় নিয়ে আসি। আমি বড় ভাই ও বোনের সঙ্গে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকি। এক ঘরে জায়গা না হওয়ায় জিতুকে পাশের স্থানীয় একজনের বাসার ভাড়াটিয়া পরিচিত বড় ভাইয়ের ঘরে থাকার ব্যবস্থা করে দেই।’
ওই বন্ধু বলেন, ‘জিতু আমার এখানে আসার পর জানায়, তাঁর বাবা বিকাশের মাধ্যমে এক হাজার টাকা পাঠাবে। পাঠানো টাকা উঠাতে পার্শ্ববর্তী দোকানে গেলে হঠাৎ র্যাব সদস্যরা এসে জিতুর ছবি দেখান। এরপর আমি সঙ্গে সঙ্গে বলে তাকে আমি চিনি, সে আমার স্কুল জীবনের বন্ধু। এরপর র্যাব সদস্যরা তাঁর বিস্তারিত ঠিকানা চায়। তখন র্যাব সদস্যদের আমি সেই বাসায় নিয়ে যায়। পরবর্তী ঘুমিয়ে থাকা জিতুকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাব। এরপর আমি জানতে পারছি সে খুন করে আমার এখানে আশ্রয় নিয়েছে। আমি আগে জানতাম না।’
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার মারা যান।
ঘেরের পর এবার আবাসন ব্যবসায়ের আগ্রাসনে উজাড় হচ্ছে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের হরিণার বিলের তিন ফসলি জমি। প্রাকৃতিক এই জলাধার ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করছে আবাসন ব্যবসায়ীরা। আইন ভেঙে অবাধে চলছে জমির শ্রেণি পরিবর্তন। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। বছরজুড়ে জলাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফসল
২ মিনিট আগেবন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকার কৃষকেরা। চলতি মৌসুমে শীতকালীন সবজি, ভুট্টা ও বোরো আবাদের ক্ষেত্রে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের সংকটে রয়েছেন তাঁরা। সার যা মেলে, তা-ও সরকারনির্ধারিত দরের চেয়ে বস্তায় ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি রাখছেন ডিলাররা।
৯ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। গতকাল সোমবার পৌরসভার ওয়াক্তিয়া মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে কাজ শুরু করেন। এ সময় পৌরসভার প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বৈষ
২৯ মিনিট আগে