নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের পর দিনই সরগরম হয়ে উঠেছে কমলাপুর রেলস্টেশন। বাড়ি ফিরতে ট্রেনগুলোতে ছিল ঘরমুখী মানুষের ঢল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন কমিউটার ও লোকাল ট্রেনের কাউন্টারে। আজ শুক্রবার বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, স্টেশনে যাত্রী নিয়ে ছুটে চলার জন্য অপেক্ষা করছিল সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস। প্ল্যাটফর্মের বাইরে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে মানুষের ভিড়। বিশেষ করে ১২টা ২০-এ ছেড়ে যাবে রাজশাহী কমিউটার। এই ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি।
প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। সিলেটে বাড়ির উদ্দেশে পরিবার নিয়ে যাচ্ছিলেন সম্রাট হোসেন। স্ত্রী-কন্যাকে নিয়ে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সম্রাট হোসেন বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি। ঈদের চাঁদরাত পর্যন্ত দোকানে বেচাকেনা করেছি। আজ বাড়ি ফিরছি, কয়েক দিন থাকব।’
সম্রাট হোসেনের মেয়ে সারা হোসেন বলেন, ‘গ্রামে দাদাবাড়িতে গিয়ে ঘুরতে ভালো লাগে। অনেক আনন্দ হচ্ছে, বাড়িতে ভাইয়া-আপুদের সঙ্গে খেলতে পারব।’
এদিকে, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটি ট্রেন কমলাপুর রেলস্টেশনে ফিরেছে। যমুনা, ঢাকা মেইল, নকশীকাঁথা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ঢাকা ফিরতে শুরু করেছেন অনেকে। তবে চাপ ছিল না খুব বেশি।
শাহ আলম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মজীবী বলেন, ‘এবার ঈদের আগে অনেক দিন ছুটি থাকায় আগে আগেই বাড়ি ফিরেছিলাম। ঢাকায় কিছু কাজ আছে বলে সকালের ট্রেনে ঢাকা ফিরলাম।’
কমলাপুর রেলস্টেশনের মাস্টার (২) জানান, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের নির্ধারিত সিটের বাইরে স্ট্যান্ডিং টিকিট কেটেও বিপুলসংখ্যক যাত্রী বাড়িতে ফিরেছেন।
ঈদের পর দিনই সরগরম হয়ে উঠেছে কমলাপুর রেলস্টেশন। বাড়ি ফিরতে ট্রেনগুলোতে ছিল ঘরমুখী মানুষের ঢল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন কমিউটার ও লোকাল ট্রেনের কাউন্টারে। আজ শুক্রবার বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, স্টেশনে যাত্রী নিয়ে ছুটে চলার জন্য অপেক্ষা করছিল সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস। প্ল্যাটফর্মের বাইরে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে মানুষের ভিড়। বিশেষ করে ১২টা ২০-এ ছেড়ে যাবে রাজশাহী কমিউটার। এই ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি।
প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। সিলেটে বাড়ির উদ্দেশে পরিবার নিয়ে যাচ্ছিলেন সম্রাট হোসেন। স্ত্রী-কন্যাকে নিয়ে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সম্রাট হোসেন বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি। ঈদের চাঁদরাত পর্যন্ত দোকানে বেচাকেনা করেছি। আজ বাড়ি ফিরছি, কয়েক দিন থাকব।’
সম্রাট হোসেনের মেয়ে সারা হোসেন বলেন, ‘গ্রামে দাদাবাড়িতে গিয়ে ঘুরতে ভালো লাগে। অনেক আনন্দ হচ্ছে, বাড়িতে ভাইয়া-আপুদের সঙ্গে খেলতে পারব।’
এদিকে, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটি ট্রেন কমলাপুর রেলস্টেশনে ফিরেছে। যমুনা, ঢাকা মেইল, নকশীকাঁথা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ঢাকা ফিরতে শুরু করেছেন অনেকে। তবে চাপ ছিল না খুব বেশি।
শাহ আলম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মজীবী বলেন, ‘এবার ঈদের আগে অনেক দিন ছুটি থাকায় আগে আগেই বাড়ি ফিরেছিলাম। ঢাকায় কিছু কাজ আছে বলে সকালের ট্রেনে ঢাকা ফিরলাম।’
কমলাপুর রেলস্টেশনের মাস্টার (২) জানান, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের নির্ধারিত সিটের বাইরে স্ট্যান্ডিং টিকিট কেটেও বিপুলসংখ্যক যাত্রী বাড়িতে ফিরেছেন।
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে