রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৮: ৩৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে মিলের বিভিন্ন কাঁচামাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মী মোতালিব বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিংকর সাহার মালিকানাধীন ডি এ কে টেক্সটাইল মিলে শেডের ওপর আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে দেখে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা দ্রুত বের হয়ে যায়।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত