পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ২ জন। গতকাল রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছেন ২৭ জন শিক্ষক।
আজ সোমবার সরেজমিন কলেজে দেখা যায়, কলেজে অধ্যক্ষ নেই। অন্যান্য শিক্ষকেরা কলেজের মাঠে গল্প করছেন। সাংবাদিক জেনে কয়েকজন শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। নোটিশ বোর্ডে নেই পরীক্ষার ফলাফল। কয়েকজন শিক্ষকের কাছে পরীক্ষার ফল জানতে চাইলে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন। কলেজের কোনো শিক্ষক কথা বলতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। একটা ফাইলের কাজ করছি। আপনি কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলেন।’
এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালোই চলছিল, পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে, শিক্ষকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ২ জন। গতকাল রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছেন ২৭ জন শিক্ষক।
আজ সোমবার সরেজমিন কলেজে দেখা যায়, কলেজে অধ্যক্ষ নেই। অন্যান্য শিক্ষকেরা কলেজের মাঠে গল্প করছেন। সাংবাদিক জেনে কয়েকজন শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। নোটিশ বোর্ডে নেই পরীক্ষার ফলাফল। কয়েকজন শিক্ষকের কাছে পরীক্ষার ফল জানতে চাইলে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন। কলেজের কোনো শিক্ষক কথা বলতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। একটা ফাইলের কাজ করছি। আপনি কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলেন।’
এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালোই চলছিল, পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে, শিক্ষকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১১ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৯ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে