মিরপুর (ঢাকা) প্রতিনিধি
মাদক মামলার ভয় দেখিয়ে রাজধানীর পল্লবীতে মিনারা নামে এক চা-দোকানির ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কাজী রায়হানুর রহমানের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী মিনারা পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। সেই সঙ্গে প্রমাণ হিসেবে একটি সিমকার্ডও জমা দেন। ওই সিমকার্ডে টাকা লেনদেনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।
গত মঙ্গলবার দিনভর থানায় আটকে রেখে এসআই কাজী রায়হানুর রহমান এ টাকা আদায় করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিনারা।
অভিযোগে মিনারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের সোর্স নাদিম ও শামসের তাঁর দোকানে এসে ৫০০ টাকা ভাংতি চান। এরপর বেলা ২টার দিকে তিনি (মিনারা) দৈনিক টাকা আনতে সমিতির এক নারী কর্মকর্তাকে নিয়ে সেলিনা বেগম নামে তাঁর এক আত্মীয়ের বাসায় যান। সেখানে গিয়ে তিনি দেখেন পল্লবী থানার এসআই কাজী রায়হান তাঁর টিমের সদস্যদের নিয়ে সেলিনার বাসায় অভিযান পরিচালনা করছেন। পুলিশের সঙ্গে ওই সময় সোর্স নাদিম ও শামসের ছিলেন। সোর্স নাদিম মিনারাকে দেখিয়ে এসআই রায়হানকে বলেন, সকালবেলায় ওই নারীর (মিনারা) কাছ থেকে ৫০০ টাকা ভাংতি নেওয়া হয়েছে। এ সময় এসআই রায়হানের নির্দেশে মিনারাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মিনারা বলেন, ‘আমাকে যখন আটক করা হয় ওই সময় কোনো নারী পুলিশ ছিল না। আমাকে টানাহেঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। থানায় নিয়ে চারতলায় আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে পুলিশ। তা না হলে হেরোইন মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়। আমি এ ব্যাপারে জানতে চাইলে সাব-ইন্সপেক্টর রায়হানুর রহমান (এসআই) আমাকে বলে আমি নাকি মাদক ব্যবসায়ী। এ কথা বলে আমার হাতে হ্যান্ডকাপ লাগান তিনি। আমার একটি দুধের শিশু আছে। আর মানসম্মানের কথা চিন্তা করে আমার স্বামী রাত ১টার দিকে পরিচিত একজনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। এরপর এ টাকা রায়হান স্যারের হাতে দিলে তিনি আমাকে থানা থেকে মুক্তি দেন। আমাকে ছেড়ে দেওয়ার সময় জোর করে একটি স্বীকারোক্তি নেন এসআই রায়হান। তা মোবাইল ফোনে ভিডিও করেও রাখেন তিনি।’
মিনার আরও বলেন, ‘আমার নামে থানায় কোনো মামলা, জিডি বা অভিযোগ নেই। আমরা দিন আনি দিন খাই। ঘটনার দিন দুপুরে আমাকে থানায় আটকে রেখে টাকার বিনিময়ে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। থানার সিসি ক্যামেরা চেক করলেই প্রমাণ মিলবে। আমাকে আটক করার পর প্রথমে ৭০ হাজার টাকা দাবি করেন রায়হানের টিমের সদস্যরা। টাকা কমানোর জন্য আমার মা পুলিশের পা পর্যন্ত ধরেছে তারপরও তাদের মন গলেনি। টাকার অঙ্ক নিয়ে এসআই রায়হানের টিমের সদস্য পুলিশ কনস্টেবল সরোয়ার কামাল ও আনসার নাহিদ আমার এক বোনের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা দেনদরবার করেন। একপর্যায়ে ২০ হাজার টাকায় রফা হয়। টাকা লেনদেনের এ কথোপকথনের অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। ডিসি অফিসে সিমকার্ডসহ অভিযোগ জমা দিয়েছি। আমি দোষী পুলিশ সদস্যদের বিচার চাই।’
পল্লবী থানার এসআই রায়হানুর রহমান বলেন, ‘মিনারাকে আমি চিনতে পারছি না। ওই দিন সেলিনা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর সঙ্গে হয়তো অন্য কাউকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হতে পারে। তবে টাকাপয়সা নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হয়নি। নির্দোষ প্রমাণিত হলে তাকে এমনিতেই ছেড়ে দিই।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ যে কেউ জমা দিতে পারে। এটা তো প্রমাণিত হতে হবে।
এ ব্যাপারে পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলব।’
মাদক মামলার ভয় দেখিয়ে রাজধানীর পল্লবীতে মিনারা নামে এক চা-দোকানির ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কাজী রায়হানুর রহমানের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী মিনারা পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। সেই সঙ্গে প্রমাণ হিসেবে একটি সিমকার্ডও জমা দেন। ওই সিমকার্ডে টাকা লেনদেনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।
গত মঙ্গলবার দিনভর থানায় আটকে রেখে এসআই কাজী রায়হানুর রহমান এ টাকা আদায় করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিনারা।
অভিযোগে মিনারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের সোর্স নাদিম ও শামসের তাঁর দোকানে এসে ৫০০ টাকা ভাংতি চান। এরপর বেলা ২টার দিকে তিনি (মিনারা) দৈনিক টাকা আনতে সমিতির এক নারী কর্মকর্তাকে নিয়ে সেলিনা বেগম নামে তাঁর এক আত্মীয়ের বাসায় যান। সেখানে গিয়ে তিনি দেখেন পল্লবী থানার এসআই কাজী রায়হান তাঁর টিমের সদস্যদের নিয়ে সেলিনার বাসায় অভিযান পরিচালনা করছেন। পুলিশের সঙ্গে ওই সময় সোর্স নাদিম ও শামসের ছিলেন। সোর্স নাদিম মিনারাকে দেখিয়ে এসআই রায়হানকে বলেন, সকালবেলায় ওই নারীর (মিনারা) কাছ থেকে ৫০০ টাকা ভাংতি নেওয়া হয়েছে। এ সময় এসআই রায়হানের নির্দেশে মিনারাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মিনারা বলেন, ‘আমাকে যখন আটক করা হয় ওই সময় কোনো নারী পুলিশ ছিল না। আমাকে টানাহেঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। থানায় নিয়ে চারতলায় আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে পুলিশ। তা না হলে হেরোইন মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়। আমি এ ব্যাপারে জানতে চাইলে সাব-ইন্সপেক্টর রায়হানুর রহমান (এসআই) আমাকে বলে আমি নাকি মাদক ব্যবসায়ী। এ কথা বলে আমার হাতে হ্যান্ডকাপ লাগান তিনি। আমার একটি দুধের শিশু আছে। আর মানসম্মানের কথা চিন্তা করে আমার স্বামী রাত ১টার দিকে পরিচিত একজনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। এরপর এ টাকা রায়হান স্যারের হাতে দিলে তিনি আমাকে থানা থেকে মুক্তি দেন। আমাকে ছেড়ে দেওয়ার সময় জোর করে একটি স্বীকারোক্তি নেন এসআই রায়হান। তা মোবাইল ফোনে ভিডিও করেও রাখেন তিনি।’
মিনার আরও বলেন, ‘আমার নামে থানায় কোনো মামলা, জিডি বা অভিযোগ নেই। আমরা দিন আনি দিন খাই। ঘটনার দিন দুপুরে আমাকে থানায় আটকে রেখে টাকার বিনিময়ে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। থানার সিসি ক্যামেরা চেক করলেই প্রমাণ মিলবে। আমাকে আটক করার পর প্রথমে ৭০ হাজার টাকা দাবি করেন রায়হানের টিমের সদস্যরা। টাকা কমানোর জন্য আমার মা পুলিশের পা পর্যন্ত ধরেছে তারপরও তাদের মন গলেনি। টাকার অঙ্ক নিয়ে এসআই রায়হানের টিমের সদস্য পুলিশ কনস্টেবল সরোয়ার কামাল ও আনসার নাহিদ আমার এক বোনের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা দেনদরবার করেন। একপর্যায়ে ২০ হাজার টাকায় রফা হয়। টাকা লেনদেনের এ কথোপকথনের অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। ডিসি অফিসে সিমকার্ডসহ অভিযোগ জমা দিয়েছি। আমি দোষী পুলিশ সদস্যদের বিচার চাই।’
পল্লবী থানার এসআই রায়হানুর রহমান বলেন, ‘মিনারাকে আমি চিনতে পারছি না। ওই দিন সেলিনা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর সঙ্গে হয়তো অন্য কাউকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হতে পারে। তবে টাকাপয়সা নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হয়নি। নির্দোষ প্রমাণিত হলে তাকে এমনিতেই ছেড়ে দিই।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ যে কেউ জমা দিতে পারে। এটা তো প্রমাণিত হতে হবে।
এ ব্যাপারে পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলব।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৩ মিনিট আগে