কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঐতিহ্যবাহী নাজিরদীঘি জাল দলিলের মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে নাজিরদীঘি গ্রামবাসী মানববন্ধন করেছে। অভিযুক্ত মোশাররফ বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নাজিরদীঘি গ্রামবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাইদুর রহমান বাছির, আব্দুল কাইয়ুম, নূর মোহাম্মদ, বোরহান উদ্দিন প্রমুখ। মানববন্ধনে তাঁরা বলেন, ‘ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী আমাদের নাজিরদীঘি। আমাদের জন্মের আগে থেকে এই দীঘির নামে একটি গ্রাম, একটি মৌজা হয়েছে। এই দিঘি সরকারি সম্পদ, আমাদের ঐতিহ্য। এই দিঘিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানে। সরকারি এই দিঘি নিয়ে ষড়যন্ত্র চলছে। নাজিরদীঘি গ্রামের ২০০ কৃষক এই দিঘি থেকে পানি নিয়ে জমিতে সেচ দেয়। মোশাররফ জাল জালিয়াতি করে এই দিঘিটি দখল করার চেষ্টা করছেন। মোশাররফসহ এর সঙ্গে জড়িত সবার বিচার দাবি চাই।’ পরে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী স্মারকলিপি দেয়।
এ বিষয়ে আদালতে করা মামলা সূত্রে জানা গেছে, কুলিয়ারচর নাজিরদীঘি মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত ১১১২ নম্বর এএস দাগে (১৫৩২ নম্বর আরএস দাগ) ২৪ দশমিক ৮৪ একর আয়তনের নাজিরদীঘি জলমহাল রয়েছে। যা ১৩৯৮ সাল থেকে বিভিন্ন মৎস্যজীবীর কাছে লিজ দিয়ে রাজস্ব আয় করছে সরকার। বাজিতপুরের নোয়াপাড়ার হামিদ উদ্দিন আহমেদ ১৪১৫-১৭ বঙ্গাব্দ মেয়াদে ৮ লাখ ১৮ হাজার ৬৪১ টাকায় পুকুরটি লিজ নিয়েছিলেন। পুকুরের দখলনামায় একই গ্রামের মোশাররফ হোসেন সাক্ষী হিসেবে স্বাক্ষর দেন।
পরে ১৪২০-২২ বঙ্গাব্দ মেয়াদে ৮ লাখ ৬৪ হাজার টাকায় পূর্ব নাজিরদীঘি পুকুরপাড় মৎস্যজীবী সমিতির অনুকূলে আব্দুস ছাত্তারকে জলমহালটি লিজ দেওয়া হয়। কিন্তু তা দখলে নিতে মোশাররফ হোসেন ও তাঁর মা হালিমা খাতুন মালিক সেজে ২ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। আদালতের মাধ্যমে ২০২৩ সালের ৩১ জানুয়ারি সরকারের লিজ কার্যক্রমে তাঁরা নিষেধাজ্ঞা আদায় করে নেন।
মামলার আরজিতে বলা হয়, জালিয়াতি করে প্রতিপক্ষ মোশাররফ জলমহালের মালিকানা দাবি করছেন। মামলায় তিনি ৪ নম্বর সিএস খতিয়ানের যে স্বাক্ষরিত কপি জমা দিয়েছেন, তাতে জলমহালসহ ৯টি দাগের উল্লেখ রয়েছে। অথচ মূল বালাম বইয়ে ৪ নম্বর সিএস খতিয়ানে আটটি দাগের উল্লেখ আছে। সেখানে ১১১২ নম্বর দাগের উল্লেখ নেই। ফলে ৪ নম্বর খতিয়ানের নকলটি জাল। মোশাররফ তাঁর মামলায় আদালতে জাল নকল জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি ২০২৩ সালের ৩ এপ্রিল তৎকালীন এডিসি (রাজস্ব) নুরুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই তদন্তে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীকে নিয়ে গঠিত তদন্ত কমিটিও জালিয়াতির প্রমাণ পায়। সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টায় জালিয়াতি করার বিষয়টি প্রমাণিত হয়। মোশাররফ হোসেনকে জালিয়াতিতে সহযোগিতা করার দায়ে কুলিয়ারচর উপজেলার ওসমানপুর ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন সহকারী তহসিলদার সাইফুল ইসলাম বরখাস্ত হন। তদন্তের স্বার্থে জালিয়াতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কুলিয়ারচরের ওসমানপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মনির উদ্দিন আহমাদ বলেন, ‘মোশাররফ হোসেন দিঘি/জলমহালটি দাবি করছেন ৪ নম্বর খতিয়ানের মূলে। মূলত এটি ১১১২ নম্বর দাগ ১ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত। তিনি জালিয়াতির মাধ্যমে ৪ নম্বর খতিয়ানে ১১১২ দাগ উল্লেখ করে মালিকানা দাবি করছেন। যার কোনো ভিত্তি নেই। এ ছাড়া সরকারি সব রেকর্ডে দিঘিটি সরকারি সম্পত্তি হিসেবেই উল্লেখ আছে।’
অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ শতভাগ মিথ্যা। আপনি চাইলে আমি আমার সকল কাগজপত্র দেখাতে পারি।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, ‘জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি আমার কাছে জমা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি দুদকে লিখিত অভিযোগ করা হয়েছে। আমাদের স্টাফসহ যারা এর সঙ্গে জড়িত, তা তদন্তাধীন রয়েছে। এ বিষয় নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। আইনগতভাবে যেটুকু করার কথা ছিল, জেলা প্রশাসন ইতিমধ্যে সব পদক্ষেপ নিয়েছে।’
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঐতিহ্যবাহী নাজিরদীঘি জাল দলিলের মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে নাজিরদীঘি গ্রামবাসী মানববন্ধন করেছে। অভিযুক্ত মোশাররফ বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নাজিরদীঘি গ্রামবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাইদুর রহমান বাছির, আব্দুল কাইয়ুম, নূর মোহাম্মদ, বোরহান উদ্দিন প্রমুখ। মানববন্ধনে তাঁরা বলেন, ‘ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী আমাদের নাজিরদীঘি। আমাদের জন্মের আগে থেকে এই দীঘির নামে একটি গ্রাম, একটি মৌজা হয়েছে। এই দিঘি সরকারি সম্পদ, আমাদের ঐতিহ্য। এই দিঘিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানে। সরকারি এই দিঘি নিয়ে ষড়যন্ত্র চলছে। নাজিরদীঘি গ্রামের ২০০ কৃষক এই দিঘি থেকে পানি নিয়ে জমিতে সেচ দেয়। মোশাররফ জাল জালিয়াতি করে এই দিঘিটি দখল করার চেষ্টা করছেন। মোশাররফসহ এর সঙ্গে জড়িত সবার বিচার দাবি চাই।’ পরে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী স্মারকলিপি দেয়।
এ বিষয়ে আদালতে করা মামলা সূত্রে জানা গেছে, কুলিয়ারচর নাজিরদীঘি মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত ১১১২ নম্বর এএস দাগে (১৫৩২ নম্বর আরএস দাগ) ২৪ দশমিক ৮৪ একর আয়তনের নাজিরদীঘি জলমহাল রয়েছে। যা ১৩৯৮ সাল থেকে বিভিন্ন মৎস্যজীবীর কাছে লিজ দিয়ে রাজস্ব আয় করছে সরকার। বাজিতপুরের নোয়াপাড়ার হামিদ উদ্দিন আহমেদ ১৪১৫-১৭ বঙ্গাব্দ মেয়াদে ৮ লাখ ১৮ হাজার ৬৪১ টাকায় পুকুরটি লিজ নিয়েছিলেন। পুকুরের দখলনামায় একই গ্রামের মোশাররফ হোসেন সাক্ষী হিসেবে স্বাক্ষর দেন।
পরে ১৪২০-২২ বঙ্গাব্দ মেয়াদে ৮ লাখ ৬৪ হাজার টাকায় পূর্ব নাজিরদীঘি পুকুরপাড় মৎস্যজীবী সমিতির অনুকূলে আব্দুস ছাত্তারকে জলমহালটি লিজ দেওয়া হয়। কিন্তু তা দখলে নিতে মোশাররফ হোসেন ও তাঁর মা হালিমা খাতুন মালিক সেজে ২ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। আদালতের মাধ্যমে ২০২৩ সালের ৩১ জানুয়ারি সরকারের লিজ কার্যক্রমে তাঁরা নিষেধাজ্ঞা আদায় করে নেন।
মামলার আরজিতে বলা হয়, জালিয়াতি করে প্রতিপক্ষ মোশাররফ জলমহালের মালিকানা দাবি করছেন। মামলায় তিনি ৪ নম্বর সিএস খতিয়ানের যে স্বাক্ষরিত কপি জমা দিয়েছেন, তাতে জলমহালসহ ৯টি দাগের উল্লেখ রয়েছে। অথচ মূল বালাম বইয়ে ৪ নম্বর সিএস খতিয়ানে আটটি দাগের উল্লেখ আছে। সেখানে ১১১২ নম্বর দাগের উল্লেখ নেই। ফলে ৪ নম্বর খতিয়ানের নকলটি জাল। মোশাররফ তাঁর মামলায় আদালতে জাল নকল জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি ২০২৩ সালের ৩ এপ্রিল তৎকালীন এডিসি (রাজস্ব) নুরুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই তদন্তে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীকে নিয়ে গঠিত তদন্ত কমিটিও জালিয়াতির প্রমাণ পায়। সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টায় জালিয়াতি করার বিষয়টি প্রমাণিত হয়। মোশাররফ হোসেনকে জালিয়াতিতে সহযোগিতা করার দায়ে কুলিয়ারচর উপজেলার ওসমানপুর ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন সহকারী তহসিলদার সাইফুল ইসলাম বরখাস্ত হন। তদন্তের স্বার্থে জালিয়াতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কুলিয়ারচরের ওসমানপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মনির উদ্দিন আহমাদ বলেন, ‘মোশাররফ হোসেন দিঘি/জলমহালটি দাবি করছেন ৪ নম্বর খতিয়ানের মূলে। মূলত এটি ১১১২ নম্বর দাগ ১ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত। তিনি জালিয়াতির মাধ্যমে ৪ নম্বর খতিয়ানে ১১১২ দাগ উল্লেখ করে মালিকানা দাবি করছেন। যার কোনো ভিত্তি নেই। এ ছাড়া সরকারি সব রেকর্ডে দিঘিটি সরকারি সম্পত্তি হিসেবেই উল্লেখ আছে।’
অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ শতভাগ মিথ্যা। আপনি চাইলে আমি আমার সকল কাগজপত্র দেখাতে পারি।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, ‘জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি আমার কাছে জমা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি দুদকে লিখিত অভিযোগ করা হয়েছে। আমাদের স্টাফসহ যারা এর সঙ্গে জড়িত, তা তদন্তাধীন রয়েছে। এ বিষয় নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। আইনগতভাবে যেটুকু করার কথা ছিল, জেলা প্রশাসন ইতিমধ্যে সব পদক্ষেপ নিয়েছে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১২ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে