আরিচা ও পাটুরিয়ায় নৌপথে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৩: ১৪
Thumbnail image
আরিচা ও পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার ভোরে এসব পথে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

আজ ভোরে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ভোর ৬টা ২০ মিনিটে আরিচা-কাজীরহাট এবং সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় দুটি পথেই ফেরি চলাচল শুরু হয়েছে। দুটি নৌপথে তিন ঘণ্টা করে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

আ.লীগের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা নিজাম যোগ দিলেন ইসলামী আন্দোলনে

বাংলাদেশে সরকারপতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে: জেক সুলিভান

সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে অনৈক্য

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত