শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।
জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’
পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’
ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।
জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’
পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৮ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৯ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে