নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার এক কারখানার শ্রমিকেরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ক্রোনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন তাঁরা।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ এসে তাঁদের সরে যেতে অনুরোধ করলে কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ নিয়ে গত তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটল ক্রোনী অ্যাপারেলসে।
কর্মসূচিতে কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। এ ছাড়া সদ্য চাকরিচ্যুত কর্মীরাও সেখানে যোগ দেন। আন্দোলনরত শ্রমিকদের গত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। চার মাসের বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
ক্রোনী অ্যাপারেলসের সাবেক কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ‘গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় ধার দেনা করে চলতে হচ্ছে সবাইকে। এর মধ্যে গত সপ্তাহে আমাকেসহ ৫৮ জনকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তাদের কেবল এক মাসের বেতন দিয়ে বিদায় দেওয়া হয়েছে। আরও তিন মাসের বেতন বাকি আছে আমাদের। আজকে কর্মরত স্টাফরা চার মাসের বেতন দাবিতে রাস্তায় নেমেছে, আমরাও আমাদের তিন মাসের বেতন পরিশোধের দাবিতে যুক্ত হয়েছি।’
কারখানার আরেক কর্মচারী রশিদ হাসান বলেন, ‘গত তিন মাস আমরা মানবেতর জীবন যাপন করছি। আমি ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। মুদি দোকানে কয়েক হাজার টাকা বাকি জমে গেছে। চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলতে হয় পাওনাদারের ভয়ে। এই অবস্থায় মালিকপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। তাই বেতনের দাবিতে রাস্তায় নেমেছি আমরা।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘স্টাফদের বেতন পরিশোধের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করছি, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’
এই বিষয়ে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানীর সঙ্গে যোগাযোগ করলে তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে ৫৮ জন কর্মকর্তা–কর্মচারীকে ছাঁটাই প্রসঙ্গে বলেছিলেন, ‘কারখানায় স্টাফের সংখ্যা বেড়ে যাওয়ায় অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। বেতন ভাতা আমরা হিসাব করে বুঝিয়ে দিব।’
নারায়ণগঞ্জের ফতুল্লার এক কারখানার শ্রমিকেরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ক্রোনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন তাঁরা।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ এসে তাঁদের সরে যেতে অনুরোধ করলে কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ নিয়ে গত তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটল ক্রোনী অ্যাপারেলসে।
কর্মসূচিতে কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। এ ছাড়া সদ্য চাকরিচ্যুত কর্মীরাও সেখানে যোগ দেন। আন্দোলনরত শ্রমিকদের গত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। চার মাসের বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
ক্রোনী অ্যাপারেলসের সাবেক কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ‘গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় ধার দেনা করে চলতে হচ্ছে সবাইকে। এর মধ্যে গত সপ্তাহে আমাকেসহ ৫৮ জনকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তাদের কেবল এক মাসের বেতন দিয়ে বিদায় দেওয়া হয়েছে। আরও তিন মাসের বেতন বাকি আছে আমাদের। আজকে কর্মরত স্টাফরা চার মাসের বেতন দাবিতে রাস্তায় নেমেছে, আমরাও আমাদের তিন মাসের বেতন পরিশোধের দাবিতে যুক্ত হয়েছি।’
কারখানার আরেক কর্মচারী রশিদ হাসান বলেন, ‘গত তিন মাস আমরা মানবেতর জীবন যাপন করছি। আমি ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। মুদি দোকানে কয়েক হাজার টাকা বাকি জমে গেছে। চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলতে হয় পাওনাদারের ভয়ে। এই অবস্থায় মালিকপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। তাই বেতনের দাবিতে রাস্তায় নেমেছি আমরা।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘স্টাফদের বেতন পরিশোধের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করছি, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’
এই বিষয়ে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানীর সঙ্গে যোগাযোগ করলে তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে ৫৮ জন কর্মকর্তা–কর্মচারীকে ছাঁটাই প্রসঙ্গে বলেছিলেন, ‘কারখানায় স্টাফের সংখ্যা বেড়ে যাওয়ায় অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। বেতন ভাতা আমরা হিসাব করে বুঝিয়ে দিব।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে