মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর কার্যক্রমে বাধা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। আজ (৯ মে, মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চেয়ারম্যানকে দুই দিন ও অপর তিনজনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করায় বর্তমানে তাঁরা থানা হেফাজতে আছেন।
একই ঘটনায় গতকাল দিবাগত রাতে ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকির আহমেদ টোকনকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। আজ (বেলা ৩টা) এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক টোকন থানায় পুলিশ হেফাজতে ছিলেন।
ফরিদপুরের মধুখালীতে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর কার্যক্রমে বাধা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। আজ (৯ মে, মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চেয়ারম্যানকে দুই দিন ও অপর তিনজনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করায় বর্তমানে তাঁরা থানা হেফাজতে আছেন।
একই ঘটনায় গতকাল দিবাগত রাতে ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকির আহমেদ টোকনকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। আজ (বেলা ৩টা) এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক টোকন থানায় পুলিশ হেফাজতে ছিলেন।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২২ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে