শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কলেজ শাখার সভাপতি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৪ মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। সাইমুন হাওলাদার তখন জানান, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তাঁর কাছে রেখেছেন বিক্রির জন্য।
পরে সাইমুনের বিবরণ ও তথ্য-প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন ২০২৪ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আসামি সাদ্দাম মোল্লা (২৬) অভ্যাসগতভাবে অজ্ঞাতনামা তিন-চারজন চোরের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্পমূল্যে কিনে অধিক মূল্যে বিক্রি করতেন।’
এদিকে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় জরুরি বৈঠক ডেকে মঙ্গলবার রাতে ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) কলেজ ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়।
সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম ব্যাপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, ‘সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. জিহাদ খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’
মাদারীপুর জেলার শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কলেজ শাখার সভাপতি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৪ মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। সাইমুন হাওলাদার তখন জানান, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তাঁর কাছে রেখেছেন বিক্রির জন্য।
পরে সাইমুনের বিবরণ ও তথ্য-প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন ২০২৪ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আসামি সাদ্দাম মোল্লা (২৬) অভ্যাসগতভাবে অজ্ঞাতনামা তিন-চারজন চোরের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্পমূল্যে কিনে অধিক মূল্যে বিক্রি করতেন।’
এদিকে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় জরুরি বৈঠক ডেকে মঙ্গলবার রাতে ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) কলেজ ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়।
সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম ব্যাপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, ‘সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. জিহাদ খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১৭ মিনিট আগে