নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি ভবনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিজিবির ঢাকা বিভাগের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদাওনুল ইসলাম।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি শঙ্কা আছে। সে শঙ্কা থেকেই এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু এই এলাকা নয়, মেট্রো পলিটনের সব কটি এলাকায় আমাদের প্লাটুন টহলরত অবস্থায় আছে।’
এর আগে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’
বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান।
ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি ভবনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিজিবির ঢাকা বিভাগের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদাওনুল ইসলাম।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি শঙ্কা আছে। সে শঙ্কা থেকেই এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু এই এলাকা নয়, মেট্রো পলিটনের সব কটি এলাকায় আমাদের প্লাটুন টহলরত অবস্থায় আছে।’
এর আগে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’
বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান।
ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
১৭ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
২৬ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩ ঘণ্টা আগে