নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপুকে মারধর করার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় টিপুর সঙ্গে পিটিয়ে আহত করা হয় যুবদল কর্মী মুন্নাকে। আহত দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার বিকেলে বন্দরে বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময় নবীগঞ্জ খেয়াঘাটের অদূরে রাস্তার মোড়ে টিপুর নেতৃত্বে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। হঠাৎ করেই ৪০-৫০ জন যুবক মিলে লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। উদ্ধার করতে হয়ে আহত হয় যুবদল কর্মী মুন্না। প্রায় ৩০ মিনিট একটি বাড়িতে অবরুদ্ধ করে টিপুকে মারধর করা হয়।
বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে জানা গেছে, নবীগঞ্জ এলাকার নূর হোসেন নামের এক বিএনপি কর্মী সম্প্রতি অভিযোগ তুলেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব ইউসুফ খান টিপুর অনুসারী যুবদল কর্মী সুজন তাঁর (নূর হোসেন) কাছ থেকে ৩ লাখ টাকা চেয়েছিল। টাকা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয় তাঁকে। বিষয়টি গণমাধ্যমের সামনে উপস্থাপন করলে নূর হোসেনের ওপর ক্ষুব্ধ হয় সুজন। আজ শুক্রবার সকালে সুজনের লোকজন নূর হোসেনকে মারধর করে।
এই ঘটনার জেরে নবীগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে সেখানে সুজনের নেতা টিপু ও তাঁর লোকজনের উপস্থিতি দেখে হামলা চালানো হয়। হামলার একটি ভিডিওতে নূর হোসেনকে মারধরে অংশ নিতে দেখা গেছে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, টিপুকে বহনকারী অটোরিকশা থামিয়ে তাঁর ওপর হামলা করা হয়। হামলাকারীরা লাঠিসোঁটা হাতে মারধর করে ধাওয়া করেন টিপুকে। একপর্যায়ে টিপুর গায়ের পাঞ্জাবি ছিঁড়ে গেলে তাঁকে আবারও ধাওয়া করা হয়। এ সময় দৌড়াতে গিয়ে সড়কে পড়ে গেলে সেখানে আবার তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, ‘বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের লোকজন এই হামলা চালিয়েছে। তারা অতর্কিতভাবে আমাদের ওপর বাঁশ লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, ‘এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি শুনতে পেয়েছি কে বা কারা মহানগর বিএনপির সদস্যসচিবের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার নিন্দা জানাই এবং উপযুক্ত তদন্ত করে দোষীদের বের করার দাবি জানাই।’
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ বিরোধ থেকে এই হামলার সূত্রপাত বলে জানতে পেরেছি। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপুকে মারধর করার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় টিপুর সঙ্গে পিটিয়ে আহত করা হয় যুবদল কর্মী মুন্নাকে। আহত দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার বিকেলে বন্দরে বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময় নবীগঞ্জ খেয়াঘাটের অদূরে রাস্তার মোড়ে টিপুর নেতৃত্বে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। হঠাৎ করেই ৪০-৫০ জন যুবক মিলে লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। উদ্ধার করতে হয়ে আহত হয় যুবদল কর্মী মুন্না। প্রায় ৩০ মিনিট একটি বাড়িতে অবরুদ্ধ করে টিপুকে মারধর করা হয়।
বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে জানা গেছে, নবীগঞ্জ এলাকার নূর হোসেন নামের এক বিএনপি কর্মী সম্প্রতি অভিযোগ তুলেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব ইউসুফ খান টিপুর অনুসারী যুবদল কর্মী সুজন তাঁর (নূর হোসেন) কাছ থেকে ৩ লাখ টাকা চেয়েছিল। টাকা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয় তাঁকে। বিষয়টি গণমাধ্যমের সামনে উপস্থাপন করলে নূর হোসেনের ওপর ক্ষুব্ধ হয় সুজন। আজ শুক্রবার সকালে সুজনের লোকজন নূর হোসেনকে মারধর করে।
এই ঘটনার জেরে নবীগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে সেখানে সুজনের নেতা টিপু ও তাঁর লোকজনের উপস্থিতি দেখে হামলা চালানো হয়। হামলার একটি ভিডিওতে নূর হোসেনকে মারধরে অংশ নিতে দেখা গেছে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, টিপুকে বহনকারী অটোরিকশা থামিয়ে তাঁর ওপর হামলা করা হয়। হামলাকারীরা লাঠিসোঁটা হাতে মারধর করে ধাওয়া করেন টিপুকে। একপর্যায়ে টিপুর গায়ের পাঞ্জাবি ছিঁড়ে গেলে তাঁকে আবারও ধাওয়া করা হয়। এ সময় দৌড়াতে গিয়ে সড়কে পড়ে গেলে সেখানে আবার তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, ‘বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের লোকজন এই হামলা চালিয়েছে। তারা অতর্কিতভাবে আমাদের ওপর বাঁশ লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, ‘এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি শুনতে পেয়েছি কে বা কারা মহানগর বিএনপির সদস্যসচিবের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার নিন্দা জানাই এবং উপযুক্ত তদন্ত করে দোষীদের বের করার দাবি জানাই।’
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ বিরোধ থেকে এই হামলার সূত্রপাত বলে জানতে পেরেছি। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪১ মিনিট আগে