নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ফেরার পথে যানজট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেউ কেউ আবার ঈদের পরে ঢাকা ছাড়ছেন। তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীদের তেমন ভিড় নেই। একের পর এক বাস এলেও সায়েদাবাদে খুব বেশি যাত্রী নামছেন না। অন্যদিকে অনেকেই রাজধানীতে ঈদ কাটিয়ে এলাকায় যাচ্ছেন।
নোয়াখালী থেকে ঢাকায় আসা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেকচারার মাফরিদ হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘ভাড়া অনেকটা বেশি রেখেছে। যাওয়ার সময় ভাড়া ছিল ৫৫০ টাকা। আসার সময় ৭০০ টাকা রেখেছে। সময়মতো ছাড়েনি বাস। প্রায় এক থেকে দুই ঘণ্টা দেরিতে বাসগুলো ছাড়ছে।’
মাফরিদ হায়দার আরও বলেন, ঢাকায় ঢোকার সময় ফ্লাইওভারের ওপরে অনেক যানজট। ঢাকায় ঢুকতেই এক ঘণ্টার বেশি লেগেছে। যারা আগে থেকে ফেরার টিকিট বুকিং করেননি, তাঁরা অনেকেই টিকিট পাচ্ছেন না।
রাজধানীতে ঈদ শেষে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাচ্ছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব হোসাইন। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় এসেছিলাম। এখানে ঈদ করে এখন বাড়ি ফিরছি। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি।’
সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা বলেন, ঢাকা থেকে বহির্গামী বাসে চাপ নেই। তবে রাজধানী ফেরত বাসগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। প্রায় সব টিকিটই আগে থেকে বুকিং করে রাখা হয়েছে।
শ্যামলী বাসের কাউন্টার ম্যানেজার শিমুল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে যাচ্ছে কম, কিন্তু আসার যাত্রীদের চাপ আছে। আসার টিকিট বেশির ভাগই আগে থেকে সব বুকিং দেওয়া। সকাল সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টা পরপরই বাস আসছে।
হানিফ বাসের কাউন্টার স্টাফ জাকির বলেন, সকাল থেকে প্রায় ২৫টি বাস বিভিন্ন এলাকা থেকে ঢাকা এসেছে।
সায়েদাবাদে রাজধানী ফেরত যাত্রীদের চাপ নেই কেন জানতে চাইলে তিনি বলেন, আসার সময় বাস গাবতলী পর্যন্ত যায়। সবাই নিজেদের সুবিধা অনুযায়ী শহরের বিভিন্ন কাউন্টারে নামে। ঢাকায় আসা যাত্রী বিভিন্ন কাউন্টারে ভাগ হয়ে যাওয়ায় নির্দিষ্ট কোনো কাউন্টারে ভিড় নেই।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ফেরার পথে যানজট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেউ কেউ আবার ঈদের পরে ঢাকা ছাড়ছেন। তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীদের তেমন ভিড় নেই। একের পর এক বাস এলেও সায়েদাবাদে খুব বেশি যাত্রী নামছেন না। অন্যদিকে অনেকেই রাজধানীতে ঈদ কাটিয়ে এলাকায় যাচ্ছেন।
নোয়াখালী থেকে ঢাকায় আসা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেকচারার মাফরিদ হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘ভাড়া অনেকটা বেশি রেখেছে। যাওয়ার সময় ভাড়া ছিল ৫৫০ টাকা। আসার সময় ৭০০ টাকা রেখেছে। সময়মতো ছাড়েনি বাস। প্রায় এক থেকে দুই ঘণ্টা দেরিতে বাসগুলো ছাড়ছে।’
মাফরিদ হায়দার আরও বলেন, ঢাকায় ঢোকার সময় ফ্লাইওভারের ওপরে অনেক যানজট। ঢাকায় ঢুকতেই এক ঘণ্টার বেশি লেগেছে। যারা আগে থেকে ফেরার টিকিট বুকিং করেননি, তাঁরা অনেকেই টিকিট পাচ্ছেন না।
রাজধানীতে ঈদ শেষে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাচ্ছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব হোসাইন। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় এসেছিলাম। এখানে ঈদ করে এখন বাড়ি ফিরছি। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি।’
সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা বলেন, ঢাকা থেকে বহির্গামী বাসে চাপ নেই। তবে রাজধানী ফেরত বাসগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। প্রায় সব টিকিটই আগে থেকে বুকিং করে রাখা হয়েছে।
শ্যামলী বাসের কাউন্টার ম্যানেজার শিমুল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে যাচ্ছে কম, কিন্তু আসার যাত্রীদের চাপ আছে। আসার টিকিট বেশির ভাগই আগে থেকে সব বুকিং দেওয়া। সকাল সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টা পরপরই বাস আসছে।
হানিফ বাসের কাউন্টার স্টাফ জাকির বলেন, সকাল থেকে প্রায় ২৫টি বাস বিভিন্ন এলাকা থেকে ঢাকা এসেছে।
সায়েদাবাদে রাজধানী ফেরত যাত্রীদের চাপ নেই কেন জানতে চাইলে তিনি বলেন, আসার সময় বাস গাবতলী পর্যন্ত যায়। সবাই নিজেদের সুবিধা অনুযায়ী শহরের বিভিন্ন কাউন্টারে নামে। ঢাকায় আসা যাত্রী বিভিন্ন কাউন্টারে ভাগ হয়ে যাওয়ায় নির্দিষ্ট কোনো কাউন্টারে ভিড় নেই।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
৭ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৭ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
১৩ মিনিট আগে