নিজস্ব প্রতিবেদক সিলেট
সিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়। সঞ্চালনায় ছিলেন চা শ্রমিক নেতা বচন কালোয়ার। বক্তব্য দেন অধীর বাউরী, আমিরন গোয়ালা, এবং যোগেশ বাক্তি।
সমাবেশে শ্রমিক নেতারা জানান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) চা বাগানগুলোর শ্রমিকরা গত তিন মাস ধরে বকেয়া মজুরি পাচ্ছেন না। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ সাত পরিচালক পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, সরকার পতনের পর আটকে যায় ব্যাংক লোন। বন্ধ হয়ে গেছে রেশন এবং মজুরি পরিশোধ। শ্রমিক নেতারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো—বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ চা বাগান চালু করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, গেজেট-২০২ সহ শ্রম আইনের বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা বাগানের ভূমি অধিকার নিশ্চিত ও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা বন্ধ করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন দেওয়া।
সিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়। সঞ্চালনায় ছিলেন চা শ্রমিক নেতা বচন কালোয়ার। বক্তব্য দেন অধীর বাউরী, আমিরন গোয়ালা, এবং যোগেশ বাক্তি।
সমাবেশে শ্রমিক নেতারা জানান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) চা বাগানগুলোর শ্রমিকরা গত তিন মাস ধরে বকেয়া মজুরি পাচ্ছেন না। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ সাত পরিচালক পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, সরকার পতনের পর আটকে যায় ব্যাংক লোন। বন্ধ হয়ে গেছে রেশন এবং মজুরি পরিশোধ। শ্রমিক নেতারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো—বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ চা বাগান চালু করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, গেজেট-২০২ সহ শ্রম আইনের বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা বাগানের ভূমি অধিকার নিশ্চিত ও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা বন্ধ করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন দেওয়া।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
২৩ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
২৬ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩৭ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে