টঙ্গীতে যাত্রী ছাউনি নির্মাণের সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৬: ১১

গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই শ্রমিকের নাম মিজানুর রহমান (৩১)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা শহীদ মিয়ার ছেলে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

পুলিশ জানায়, মিজানুর রহমান একজন নির্মাণ শ্রমিক। তিনি টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের কাজ করতেন। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে মিজানুর ওই যাত্রী ছাউনির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে নিয়ে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত