গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানাহাজত থেকে ছাড়ার পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির কথা স্বীকার করল পুলিশ। এ ঘটনায় বাসন থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার বেলা ২টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া দুই এএসআই হলেন—মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। এ ছাড়া প্রত্যাহার হওয়া ওসি হলেন মালেক খসরু খান।
এর আগে অনলাইনে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত ১৭ জানুয়ারি রাতে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে গাজীপুর মহানগরীর বাসন থানা-পুলিশ। পরে রাতেই তাঁকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্র করে পরদিন ১৮ জানুয়ারি সকালে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনা তদন্তে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার খায়রুল ইসলাম।
এ ঘটনায় মৃত রবিউল ইসলাম গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার ভাড়া বাসায় থেকে সুতার ব্যবসা করতেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে।
সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, থানা হেফাজতে ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যু হয়নি। এটা নিশ্চিত হওয়া গেছে। তদন্ত কমিটি নিহত রবিউলের পরিবারের সদস্য, তাঁর বাসার আশপাশের মানুষজন এবং এর সঙ্গে যুক্ত-অযুক্ত ৮৭ জনের সাক্ষাৎকার নিয়েছে। তবে তাঁদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, রবিউলকে পুলিশ তাঁর মৃত্যুর কয়েক দিন আগেই আটক করেছিল।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলামকে আটকের পর রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় পুলিশের উচিত ছিল তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু তা করা হয়নি। থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, থানার সিসিটিভি ক্যামেরা বিকল হওয়াসহ প্রভৃতি বিষয়ে আমাদের মনে হয়েছে, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ছিল।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘বাসন থানায় সিসিটিভির মনিটরিং ছিল। ঘটনার কয়েক দিন আগে কেন সিসিটিভি অকার্যকর ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা মহানগর পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। কেউ কেউ হয়তো ভিন্ন বক্তব্য দিয়ে থাকতে পারেন। আমরা সিসিটিভি ক্যামেরার কার্যক্রম শক্তিশালী করার জন্য জিএমপি হেডকোয়ার্টার্স থেকে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এতে কে বা কারা ক্যামেরা বন্ধ বা ক্ষতিসাধন করছে অথবা বন্ধ করে রাখছে, তা ধরা পড়বে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে যেসব বিষয় হাতে পেয়েছেন, তারই আলোকে বাসন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরুর ব্যাপারে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি, অধিক মেয়াদে তদন্ত করা হচ্ছে। কিছু বিষয় তদন্তে বেরিয়ে এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তা ছাড়া রবিউলকে জুয়া খেলার যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সে অভিযোগটি সঠিক ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনা প্রসিডিংয়ের জন্য একটা সুপারিশমালা তৈরি করেছি, যার ভিত্তিতে অনুসন্ধান করে বিস্তারিত বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনাররাসহ অন্যান্য কর্মকর্তা।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানাহাজত থেকে ছাড়ার পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির কথা স্বীকার করল পুলিশ। এ ঘটনায় বাসন থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার বেলা ২টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া দুই এএসআই হলেন—মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। এ ছাড়া প্রত্যাহার হওয়া ওসি হলেন মালেক খসরু খান।
এর আগে অনলাইনে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত ১৭ জানুয়ারি রাতে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে গাজীপুর মহানগরীর বাসন থানা-পুলিশ। পরে রাতেই তাঁকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্র করে পরদিন ১৮ জানুয়ারি সকালে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনা তদন্তে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার খায়রুল ইসলাম।
এ ঘটনায় মৃত রবিউল ইসলাম গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার ভাড়া বাসায় থেকে সুতার ব্যবসা করতেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে।
সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, থানা হেফাজতে ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যু হয়নি। এটা নিশ্চিত হওয়া গেছে। তদন্ত কমিটি নিহত রবিউলের পরিবারের সদস্য, তাঁর বাসার আশপাশের মানুষজন এবং এর সঙ্গে যুক্ত-অযুক্ত ৮৭ জনের সাক্ষাৎকার নিয়েছে। তবে তাঁদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, রবিউলকে পুলিশ তাঁর মৃত্যুর কয়েক দিন আগেই আটক করেছিল।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলামকে আটকের পর রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় পুলিশের উচিত ছিল তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু তা করা হয়নি। থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, থানার সিসিটিভি ক্যামেরা বিকল হওয়াসহ প্রভৃতি বিষয়ে আমাদের মনে হয়েছে, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ছিল।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘বাসন থানায় সিসিটিভির মনিটরিং ছিল। ঘটনার কয়েক দিন আগে কেন সিসিটিভি অকার্যকর ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা মহানগর পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। কেউ কেউ হয়তো ভিন্ন বক্তব্য দিয়ে থাকতে পারেন। আমরা সিসিটিভি ক্যামেরার কার্যক্রম শক্তিশালী করার জন্য জিএমপি হেডকোয়ার্টার্স থেকে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এতে কে বা কারা ক্যামেরা বন্ধ বা ক্ষতিসাধন করছে অথবা বন্ধ করে রাখছে, তা ধরা পড়বে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে যেসব বিষয় হাতে পেয়েছেন, তারই আলোকে বাসন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরুর ব্যাপারে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি, অধিক মেয়াদে তদন্ত করা হচ্ছে। কিছু বিষয় তদন্তে বেরিয়ে এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তা ছাড়া রবিউলকে জুয়া খেলার যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সে অভিযোগটি সঠিক ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনা প্রসিডিংয়ের জন্য একটা সুপারিশমালা তৈরি করেছি, যার ভিত্তিতে অনুসন্ধান করে বিস্তারিত বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনাররাসহ অন্যান্য কর্মকর্তা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে