নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়নি। আজ মঙ্গলবার রায় থেকে উত্তোলনপূর্বক ফের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর আদালতে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই আদালতের বিচারক অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক মোহাম্মদ জসিম রায় ঘোষণা করেননি। তিনি যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রায়ের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী।
মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। বেলা ২টা ২০ মিনিটে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকায় চারদিক থেকে লাঠিসোঁটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাঁদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তাঁরা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করেন। এ ছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন।
এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মোফাখখারুল ইসলাম মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়নি। আজ মঙ্গলবার রায় থেকে উত্তোলনপূর্বক ফের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর আদালতে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই আদালতের বিচারক অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক মোহাম্মদ জসিম রায় ঘোষণা করেননি। তিনি যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রায়ের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী।
মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। বেলা ২টা ২০ মিনিটে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকায় চারদিক থেকে লাঠিসোঁটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাঁদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তাঁরা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করেন। এ ছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন।
এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মোফাখখারুল ইসলাম মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৬ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৫ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে