নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানে ছিনতাইয়ের শিকার হয়ে ফেসবুকে লাইভ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্ত্রীর ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এই তথ্য জানান।
গত শনিবার অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও তাঁর স্ত্রী গুলিস্তানে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। ছিনতাইয়ের পর পল্টন থানায় তিনি একটি অভিযোগ দিয়েছিলেন। তবে তিনি পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে পরের দিন রোববার ফেসবুকে লাইভ করেন।
সেখানে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনো পুলিশ তাঁকে সহযোগিতা করেনি। উল্টো রিকশায় তিনি ঘুরছেন কেন, সেই প্রশ্ন তোলে পুলিশ। এতে তিনি ক্ষুব্ধ হন। অধ্যাপক আবদুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি। ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে এসেছিলেন।
শিক্ষকের ফেসবুকে লাইভের পর থানা-পুলিশ ও ডিবি ঘটনাটি জোরেশোরে তদন্ত শুরু করে। ঘটনার তিন দিন পর ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিবির মতিঝিল বিভাগের পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন জিসান জাহিদ হাসান (২৩) ও মো. রানা (২৫)। মঙ্গলবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে জিসানকে ও জুরাইন থেকে রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হারুন অর রশীদ।
হারুন বলেন, জিসান ও রানা পেশাদার ছিনতাইকারী। অধ্যাপক তাঁর স্ত্রীসহ রিকশাযোগে গুলিস্তান দিয়ে যাওয়ার সময় জিসান পেছন থেকে চেইনটি ছিনিয়ে নেন। জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ে পাঁচটি মামলা রয়েছে। তাঁরা দুজনেই ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। চেইনটি ছিনতাইকারীরা ঘটনার পরই বিক্রি করে দিয়েছিলেন। দু-তিনটি হাতবদল হয়েছিল।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছায়া তদন্ত শুরু করি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করি। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।’
মঙ্গলবার দুপুরেই অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিবি কার্যালয়ে ডেকে চেইনটি দেখানো হয়েছে। তিনি তাঁর স্ত্রীর চেইন বলে জানিয়েছেন।
রাজধানীর গুলিস্তানে ছিনতাইয়ের শিকার হয়ে ফেসবুকে লাইভ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্ত্রীর ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এই তথ্য জানান।
গত শনিবার অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও তাঁর স্ত্রী গুলিস্তানে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। ছিনতাইয়ের পর পল্টন থানায় তিনি একটি অভিযোগ দিয়েছিলেন। তবে তিনি পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে পরের দিন রোববার ফেসবুকে লাইভ করেন।
সেখানে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনো পুলিশ তাঁকে সহযোগিতা করেনি। উল্টো রিকশায় তিনি ঘুরছেন কেন, সেই প্রশ্ন তোলে পুলিশ। এতে তিনি ক্ষুব্ধ হন। অধ্যাপক আবদুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি। ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে এসেছিলেন।
শিক্ষকের ফেসবুকে লাইভের পর থানা-পুলিশ ও ডিবি ঘটনাটি জোরেশোরে তদন্ত শুরু করে। ঘটনার তিন দিন পর ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিবির মতিঝিল বিভাগের পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন জিসান জাহিদ হাসান (২৩) ও মো. রানা (২৫)। মঙ্গলবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে জিসানকে ও জুরাইন থেকে রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হারুন অর রশীদ।
হারুন বলেন, জিসান ও রানা পেশাদার ছিনতাইকারী। অধ্যাপক তাঁর স্ত্রীসহ রিকশাযোগে গুলিস্তান দিয়ে যাওয়ার সময় জিসান পেছন থেকে চেইনটি ছিনিয়ে নেন। জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ে পাঁচটি মামলা রয়েছে। তাঁরা দুজনেই ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। চেইনটি ছিনতাইকারীরা ঘটনার পরই বিক্রি করে দিয়েছিলেন। দু-তিনটি হাতবদল হয়েছিল।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছায়া তদন্ত শুরু করি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করি। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।’
মঙ্গলবার দুপুরেই অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিবি কার্যালয়ে ডেকে চেইনটি দেখানো হয়েছে। তিনি তাঁর স্ত্রীর চেইন বলে জানিয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে