মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’
মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৯ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে