নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত তিনটায় নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম কিবরিয়া ওরফে মো. গোলাম কিবরিয়া খান।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রায়পুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা হতে কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। কিবরিয়া সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
কিবরিয়াসহ এ পর্যন্ত সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৮ জন ও তদন্তে প্রাপ্ত ৫ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন, এম এ আওয়াল, সুমন ব্যাপারী, মো. টিটু, মো. দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো. মুরাদ, কালু ও কিবরিয়া। এ ছাড়া তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃতরা হলেন, রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালের পল্লবীর আলীনগর প্রজেক্টের বাউন্ডারি গেইট ও পিলার তৈরি কার্যক্রম পরিচালনার সময় সাহিনুদ্দিনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ দেন আওয়াল। আওয়ালের নির্দেশনা অনুযায়ী সুমনের নেতৃত্বে হত্যা পরিকল্পনা করা হয়। এর জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয় হত্যাকারীদের। গত ১৬ মে বিকেলে সন্ত্রাসীরা জায়গা-জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাহিনুদ্দিনের মা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত তিনটায় নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম কিবরিয়া ওরফে মো. গোলাম কিবরিয়া খান।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রায়পুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা হতে কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। কিবরিয়া সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
কিবরিয়াসহ এ পর্যন্ত সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৮ জন ও তদন্তে প্রাপ্ত ৫ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন, এম এ আওয়াল, সুমন ব্যাপারী, মো. টিটু, মো. দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো. মুরাদ, কালু ও কিবরিয়া। এ ছাড়া তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃতরা হলেন, রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালের পল্লবীর আলীনগর প্রজেক্টের বাউন্ডারি গেইট ও পিলার তৈরি কার্যক্রম পরিচালনার সময় সাহিনুদ্দিনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ দেন আওয়াল। আওয়ালের নির্দেশনা অনুযায়ী সুমনের নেতৃত্বে হত্যা পরিকল্পনা করা হয়। এর জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয় হত্যাকারীদের। গত ১৬ মে বিকেলে সন্ত্রাসীরা জায়গা-জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাহিনুদ্দিনের মা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১১ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২০ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে