কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা ট্রাকে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। মহাসড়কে দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজাদুল হক (৪০)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে তিনি। কালিয়াকৈরের ‘মাহমুদ ডেনিমস লিমিটেড’ নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল আটটার দিকে কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করেন। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা ট্রাকে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। মহাসড়কে দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজাদুল হক (৪০)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে তিনি। কালিয়াকৈরের ‘মাহমুদ ডেনিমস লিমিটেড’ নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল আটটার দিকে কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করেন। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২১ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩১ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে