ঋণ দেওয়ার নামে লোক জমায়েত, অহিংস গণ–অভ্যুত্থানের নেতা পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৮: ২০
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৮: ২৭
অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তাফা আমীন। ছবি: সংগৃহীত

বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় লোক জমায়েত করার অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তাফা আমীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে তাঁকে হেফাজতে নেয় শাহবাগ থানা–পুলিশ।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ‘মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিকভাবে এই সংগঠনে সংশ্লিষ্টতা ছাড়া মোস্তাফা আমীনের অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত