রাজবাড়ী ও পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’
তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’
এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’
তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’
এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে