নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে