আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: ৫৩ রোহিঙ্গা পুশব্যাক, কারাগারে ৫

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ৩২
Thumbnail image
গ্রেপ্তার পাঁচজনকে আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের আলীকদম উপজেলার বুজির মুখ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে আজ রোববার ভোরে পুশব্যাক করা হয়েছে। তাঁদের এ দেশে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পাঁজচনের বিরুদ্ধে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন।

জেলহাজতে পাঠানোরা হলেন বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।

ওসি মির্জা জহির উদ্দীন বলেন, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক ৫৮ জনের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগীতাকারী পাঁচজন মানব পাচারকারীকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম পাঁচজন মানব পাচারকারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাঁচজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্তক্যাডার দ্বন্দ্বে বরখাস্তেও প্রশাসনের ছড়ি

বিকেলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আমৃত্যু থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

স্কুলশিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে জমি দখলে নেন ‘সন্ত্রাসী’ রুবেল

‘জনপ্রশাসন’ শব্দটাই একটা বিতর্কিত শব্দ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত