বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পরে রেলক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। সে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল।
প্রত্যক্ষদর্শী হেলাল শেখ বলেন, মরিয়ম স্কুল থেকে রেললাইনের পাশ দিয়ে তাঁর মায়ের সঙ্গে আসছিল। দিগরাজ এলাকায় রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
হেলাল শেখ আরও বলেন, ট্রেন এলেও গেটম্যান কিন্তু রেলক্রসিংয়ের পিলার নামায়নি। ঘটনার সময় তাঁকে পাওয়া যায়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেললাইন চালুর পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পরে রেলক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। সে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল।
প্রত্যক্ষদর্শী হেলাল শেখ বলেন, মরিয়ম স্কুল থেকে রেললাইনের পাশ দিয়ে তাঁর মায়ের সঙ্গে আসছিল। দিগরাজ এলাকায় রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
হেলাল শেখ আরও বলেন, ট্রেন এলেও গেটম্যান কিন্তু রেলক্রসিংয়ের পিলার নামায়নি। ঘটনার সময় তাঁকে পাওয়া যায়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেললাইন চালুর পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৭ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেস্বামীকে হত্যার দায়ে স্ত্রী পেয়েছেন যাবজ্জীবন এবং তাঁর প্রেমিককে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোছা. সুলতানা আক্তার কেমিলি ও তাঁর প্রেমিক রবিউল করিম পিন্টু। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদ
১ ঘণ্টা আগেরাত ৮টার পর বরিশাল নগরীর বেলস্ পার্কে স্কুল-কলেজের কোনো শিক্ষার্থীরা থাকতে পারবে না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে