নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতিরিক্ত বৃষ্টি না হলে আগামী ১০ দিনের মধ্যে পদ্মা নদীতে স্রোত কমে আসবে। এরপর থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে আবার ফেরি চলাচল শুরু করা যাবে বলে আশা করছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ আজ বুধবার সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, `মাওয়ায় এখনো ফোর নট কারেন্ট চলছে, এর নিচে এলে তখন আমরা ফেরি চালু করব। এখন পানির প্রবাহ বাড়ছে। এ অবস্থায় হয়তো মাওয়া থেকে বাংলাবাজারে যাওয়ায় অসুবিধা নেই, কিন্তু ফেরাটা খুব সমস্যা। স্রোতের মধ্যে আমরা ঝুঁকি নিতে চাইছি না। অতিরিক্ত বৃষ্টিপাত যদি না হয়, তবে আমরা ধারণা করছি আগামী ১০ দিনের মধ্যে স্রোত কন্ট্রোল হয়ে যাবে।'
তীব্র স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কা লেগেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১৮ আগস্ট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী যানবাহনগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া দিয়ে ফেরি পার হতে হচ্ছে।
শিমুলিয়া-বাংলাবাজার রুটে গত বছর যখন ফেরি চলেছে, তখন পদ্মা সেতুর স্প্যান বসানো ছিল না জানিয়ে খালিদ মাহমুদ বলেন, এখন একটা সুনির্দিষ্ট পকেটের মধ্য দিয়ে ফেরিগুলো চালাতে হয়। কারণ সব স্প্যান বসে গেছে, পদ্মা সেতু অলমোস্ট রেডি আছে বলা হয়। এমন অবস্থায় যখন ঘূর্ণয়নগুলো শুরু হয়, তখন কিন্তু নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যায়। যেহেতু কয়েকটা ঘটনা ঘটে গেছে। উদাসীনতা ও কর্তব্যে অবহেলার জন্য ব্যবস্থাও গ্রহণ করেছি। তার পরেও যেহেতু জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি, সে কারণে আমরা বলেছি এ ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে দেশবাসীকে আর আতঙ্কের মধ্যে রাখতে চাই না। পদ্মা সেতু এমন একটি সেনসিটিভ জায়গায় চলে গেছে, বাংলাদেশের ১৬ কোটি মানুষ সব থেকে আপন স্থাপনা মনে করে এটিকে। নিজের বাড়িঘর থেকেও পদ্মা সেতুকে মনে করে এটি আমার আপন, এটিই বাংলাদেশ।
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া দিয়ে যানবাহন পার হওয়ায় মানুষের দুর্ভোগ ও কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, `পানির স্রোত কমে না যাওয়া পর্যন্ত আমরা ফেরি চলাচল বন্ধ রাখব। বিকল্প ফেরিঘাট মাঝিরকান্দিতে তৈরি করেছি। কিন্তু ১৩ নম্বর পিলারের ওখানেও পলি জমে গেছে, বালু জমে গেছে। সেখানে ফেরি চলাচল সম্ভব না। দুইবার ট্রায়াল দিতে গিয়েও সেটি সম্ভব হয়নি, ড্রেজিং করতে হবে। ড্রেজার নিয়ে গিয়েছিলাম, পানির স্রোতের কারণে ড্রেজার টিকতে পারেনি। ড্রেজার নিতে গিয়ে আরেকটা ঝামেলা যদি হয়ে যায়, তাই এই মুহূর্তে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।'
নৌ প্রতিমন্ত্রী বলেন, হরিণা, আলুবাজার, পাটুরিয়া, দৌলতদিয়া, কাজীরহাট ও আরিচা রুটে ফেরি বাড়িয়ে দেওয়া হয়েছে। স্রোত যখন আমাদের আয়ত্তের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তখনই আমরা ফেরি চলাচল শুরু করে দেব। কয়েকটা ঘটনা ঘটার কারণে মাস্টার আর সুকানিরাও একটা মানসিক ধাক্কার মধ্যে আছে। তাদের মধ্যেও কিছুটা ভীতির সঞ্চার হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে স্থলবন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, `রোডস ও কাস্টমসের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে, সিদ্ধান্তও হয়ে গেছে। সামনের মাসে হয়তো দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলোর সমাধান হবে। এবার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গনাইজেশনে ‘সি’ ক্যাটাগরিতে আমরা নির্বাচন করব। সে বিষয়টি আমরা অবহিত করেছি। তারা আমাদের সঙ্গে থাকবেন বলে সমর্থন ব্যক্ত করেছেন।'
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
অতিরিক্ত বৃষ্টি না হলে আগামী ১০ দিনের মধ্যে পদ্মা নদীতে স্রোত কমে আসবে। এরপর থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে আবার ফেরি চলাচল শুরু করা যাবে বলে আশা করছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ আজ বুধবার সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, `মাওয়ায় এখনো ফোর নট কারেন্ট চলছে, এর নিচে এলে তখন আমরা ফেরি চালু করব। এখন পানির প্রবাহ বাড়ছে। এ অবস্থায় হয়তো মাওয়া থেকে বাংলাবাজারে যাওয়ায় অসুবিধা নেই, কিন্তু ফেরাটা খুব সমস্যা। স্রোতের মধ্যে আমরা ঝুঁকি নিতে চাইছি না। অতিরিক্ত বৃষ্টিপাত যদি না হয়, তবে আমরা ধারণা করছি আগামী ১০ দিনের মধ্যে স্রোত কন্ট্রোল হয়ে যাবে।'
তীব্র স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কা লেগেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১৮ আগস্ট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী যানবাহনগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া দিয়ে ফেরি পার হতে হচ্ছে।
শিমুলিয়া-বাংলাবাজার রুটে গত বছর যখন ফেরি চলেছে, তখন পদ্মা সেতুর স্প্যান বসানো ছিল না জানিয়ে খালিদ মাহমুদ বলেন, এখন একটা সুনির্দিষ্ট পকেটের মধ্য দিয়ে ফেরিগুলো চালাতে হয়। কারণ সব স্প্যান বসে গেছে, পদ্মা সেতু অলমোস্ট রেডি আছে বলা হয়। এমন অবস্থায় যখন ঘূর্ণয়নগুলো শুরু হয়, তখন কিন্তু নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যায়। যেহেতু কয়েকটা ঘটনা ঘটে গেছে। উদাসীনতা ও কর্তব্যে অবহেলার জন্য ব্যবস্থাও গ্রহণ করেছি। তার পরেও যেহেতু জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি, সে কারণে আমরা বলেছি এ ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে দেশবাসীকে আর আতঙ্কের মধ্যে রাখতে চাই না। পদ্মা সেতু এমন একটি সেনসিটিভ জায়গায় চলে গেছে, বাংলাদেশের ১৬ কোটি মানুষ সব থেকে আপন স্থাপনা মনে করে এটিকে। নিজের বাড়িঘর থেকেও পদ্মা সেতুকে মনে করে এটি আমার আপন, এটিই বাংলাদেশ।
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া দিয়ে যানবাহন পার হওয়ায় মানুষের দুর্ভোগ ও কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, `পানির স্রোত কমে না যাওয়া পর্যন্ত আমরা ফেরি চলাচল বন্ধ রাখব। বিকল্প ফেরিঘাট মাঝিরকান্দিতে তৈরি করেছি। কিন্তু ১৩ নম্বর পিলারের ওখানেও পলি জমে গেছে, বালু জমে গেছে। সেখানে ফেরি চলাচল সম্ভব না। দুইবার ট্রায়াল দিতে গিয়েও সেটি সম্ভব হয়নি, ড্রেজিং করতে হবে। ড্রেজার নিয়ে গিয়েছিলাম, পানির স্রোতের কারণে ড্রেজার টিকতে পারেনি। ড্রেজার নিতে গিয়ে আরেকটা ঝামেলা যদি হয়ে যায়, তাই এই মুহূর্তে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।'
নৌ প্রতিমন্ত্রী বলেন, হরিণা, আলুবাজার, পাটুরিয়া, দৌলতদিয়া, কাজীরহাট ও আরিচা রুটে ফেরি বাড়িয়ে দেওয়া হয়েছে। স্রোত যখন আমাদের আয়ত্তের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তখনই আমরা ফেরি চলাচল শুরু করে দেব। কয়েকটা ঘটনা ঘটার কারণে মাস্টার আর সুকানিরাও একটা মানসিক ধাক্কার মধ্যে আছে। তাদের মধ্যেও কিছুটা ভীতির সঞ্চার হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে স্থলবন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, `রোডস ও কাস্টমসের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে, সিদ্ধান্তও হয়ে গেছে। সামনের মাসে হয়তো দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলোর সমাধান হবে। এবার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গনাইজেশনে ‘সি’ ক্যাটাগরিতে আমরা নির্বাচন করব। সে বিষয়টি আমরা অবহিত করেছি। তারা আমাদের সঙ্গে থাকবেন বলে সমর্থন ব্যক্ত করেছেন।'
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে