ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে রেল দুর্ঘটনায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। এর ফলে কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, ‘ভালো আছেন আনু মুহাম্মদ। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।’
এ চিকিৎসক আরও বলেন, ‘গত রোববার আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার করা হয়। বাম পায়ের বৃদ্ধা আঙুল থেকে চারটা আঙুলের শুধু একটু হাড় বের হয়ে আছে। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ডান পায়ের বৃদ্ধাঙুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আশা করি ঠিক হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে।’
হাসপাতালে আনু মুহাম্মদের সঙ্গে রয়েছেন মাহাতাব উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার চিকিৎসকেরা বাম পায়ের ক্ষতিগ্রস্ত পাঁচটি ও ডান পায়ের একটি আঙুলে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকেরা বলেছেন সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। আগামী বৃহস্পতিবার পায়ের ব্যান্ডেজগুলো খুলে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আনু মুহাম্মদ স্যারকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন জুতা-মোজা পরে আগের মতো হাঁটতে পারবেন তিনি।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।
রাজধানীর খিলগাঁওয়ে রেল দুর্ঘটনায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। এর ফলে কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, ‘ভালো আছেন আনু মুহাম্মদ। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।’
এ চিকিৎসক আরও বলেন, ‘গত রোববার আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার করা হয়। বাম পায়ের বৃদ্ধা আঙুল থেকে চারটা আঙুলের শুধু একটু হাড় বের হয়ে আছে। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ডান পায়ের বৃদ্ধাঙুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আশা করি ঠিক হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে।’
হাসপাতালে আনু মুহাম্মদের সঙ্গে রয়েছেন মাহাতাব উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার চিকিৎসকেরা বাম পায়ের ক্ষতিগ্রস্ত পাঁচটি ও ডান পায়ের একটি আঙুলে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকেরা বলেছেন সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। আগামী বৃহস্পতিবার পায়ের ব্যান্ডেজগুলো খুলে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আনু মুহাম্মদ স্যারকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন জুতা-মোজা পরে আগের মতো হাঁটতে পারবেন তিনি।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে