ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়া—এমন অনেক আজব কথা আমরা প্রায় শুনে থাকি। এমন এক আজব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।
কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’
এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।
কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়া—এমন অনেক আজব কথা আমরা প্রায় শুনে থাকি। এমন এক আজব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।
কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’
এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে