কিশোরগঞ্জ প্রতিনিধি
চিকিৎসাধীন অবস্থায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের শাস্তি দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে শিশু অধিকার সুরক্ষা মঞ্চ, পরিবার ও এলাকাবাসী। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ ওঠা দুই চিকিৎসক হলেন কিশোরগঞ্জ শহরের মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক, কান ও গলা বিশেষজ্ঞ মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন এবং অ্যানেসথেসিওলজিস্ট মো. আবু তাহের মিয়া।
মানববন্ধনে বক্তব্য দেন, শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাচুর্য হাসান অর্চি, কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, জেলা মহিলা পরিষদের সভাপতি মায়া ভৌমিক, আফফানের চাচা ইফতেখারুল আলম পারভেজ প্রমুখ। মানববন্ধনে অংশ নেন আফফানের বাবা সারোয়ার জাহান উপল, মা আফসারা মুনা, দাদা হোসেন সারোয়ার লিটনসহ আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার শতাধিক মানুষ।
মানববন্ধনে শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাচুর্য হাসান অর্চি বলেন, ‘আমাদের আজকে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ কিংবা ঘরে থাকবার কথা ছিল। অথচ কী আশ্চর্য এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে তথাকথিত চিকিৎসকদের ভুলের মাশুল হিসেবে জীবন দেওয়ার পাশাপাশি আজকে আমাদের অধিকারের কথা আমাদেরই বলতে হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনায় পুনরাবৃত্তি দেখতে চাই না।’
শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে সিভিল সার্জন সাহেবকে বলতে চাই, আমরা আপনার কাছে যে অভিযোগপত্র দাখিল করেছি, তা আমলে নিয়ে অধিকতর দায়িত্বশীলতার সঙ্গে প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে সত্য প্রকাশ করুন। অন্যথায় আমাদের কোমলমতি শিশুদের দীর্ঘশ্বাস ও কান্নার আগুনে আপনি এবং আপনারা পুড়ে ছারখার হয়ে যাবেন।’
এ বিষয়ে সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো তদন্ত আসেনি।’
গত ২৫ এপ্রিল মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানেসথেসিয়া চিকিৎসক আবু তাহের মিঞা আফফানের শারীরিক বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দেখে টনসিল ও অ্যাডিনয়েড অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই দিন রাতেই অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আফফান নিউমোনিয়ায় আক্রান্ত। এই অবস্থায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত ঠিক হয়নি। ইউনিভার্সেল মেডিকেলে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মে মারা যায় আফফান।
চিকিৎসাধীন অবস্থায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের শাস্তি দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে শিশু অধিকার সুরক্ষা মঞ্চ, পরিবার ও এলাকাবাসী। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ ওঠা দুই চিকিৎসক হলেন কিশোরগঞ্জ শহরের মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক, কান ও গলা বিশেষজ্ঞ মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন এবং অ্যানেসথেসিওলজিস্ট মো. আবু তাহের মিয়া।
মানববন্ধনে বক্তব্য দেন, শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাচুর্য হাসান অর্চি, কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, জেলা মহিলা পরিষদের সভাপতি মায়া ভৌমিক, আফফানের চাচা ইফতেখারুল আলম পারভেজ প্রমুখ। মানববন্ধনে অংশ নেন আফফানের বাবা সারোয়ার জাহান উপল, মা আফসারা মুনা, দাদা হোসেন সারোয়ার লিটনসহ আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার শতাধিক মানুষ।
মানববন্ধনে শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক প্রাচুর্য হাসান অর্চি বলেন, ‘আমাদের আজকে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ কিংবা ঘরে থাকবার কথা ছিল। অথচ কী আশ্চর্য এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে তথাকথিত চিকিৎসকদের ভুলের মাশুল হিসেবে জীবন দেওয়ার পাশাপাশি আজকে আমাদের অধিকারের কথা আমাদেরই বলতে হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনায় পুনরাবৃত্তি দেখতে চাই না।’
শিশু অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে সিভিল সার্জন সাহেবকে বলতে চাই, আমরা আপনার কাছে যে অভিযোগপত্র দাখিল করেছি, তা আমলে নিয়ে অধিকতর দায়িত্বশীলতার সঙ্গে প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে সত্য প্রকাশ করুন। অন্যথায় আমাদের কোমলমতি শিশুদের দীর্ঘশ্বাস ও কান্নার আগুনে আপনি এবং আপনারা পুড়ে ছারখার হয়ে যাবেন।’
এ বিষয়ে সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো তদন্ত আসেনি।’
গত ২৫ এপ্রিল মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানেসথেসিয়া চিকিৎসক আবু তাহের মিঞা আফফানের শারীরিক বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দেখে টনসিল ও অ্যাডিনয়েড অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই দিন রাতেই অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আফফান নিউমোনিয়ায় আক্রান্ত। এই অবস্থায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত ঠিক হয়নি। ইউনিভার্সেল মেডিকেলে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মে মারা যায় আফফান।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১১ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২০ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে