নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে মোবাইল কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা করেন।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক ওয়াসিম (১৯), বাবুল (৩৫) ও আব্দুল আজিজ (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা তিনজনই মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলো, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের বাসিন্দা নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের ইমরান (১৮) ও সিদ্দিক (৩২)।
পুলিশ জানায়, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে ওয়াসিমের মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা–বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থাকেন।
গতকাল (মঙ্গলবার) নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে আনে ওয়াসিম। এরপর ওয়াসিম তাকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়।
সেখানে ওয়াসিম ও তার সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ শেষে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নির্যাতিতা পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে।
শিবপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তারের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
নরসিংদীর শিবপুরে মোবাইল কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা করেন।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক ওয়াসিম (১৯), বাবুল (৩৫) ও আব্দুল আজিজ (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা তিনজনই মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলো, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের বাসিন্দা নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের ইমরান (১৮) ও সিদ্দিক (৩২)।
পুলিশ জানায়, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে ওয়াসিমের মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা–বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থাকেন।
গতকাল (মঙ্গলবার) নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে আনে ওয়াসিম। এরপর ওয়াসিম তাকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়।
সেখানে ওয়াসিম ও তার সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ শেষে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নির্যাতিতা পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে।
শিবপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তারের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৭ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৯ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
২০ মিনিট আগে