শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে তিন শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায়ও সালমা বেগমের (২৯) সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে আজ মঙ্গলবার ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু সেটি সালমা বেগমের নয় বলে নিশ্চিত করেছেন তাঁর স্বজনেরা।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ বলছে, সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দড়িচর দাদপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে সালমার স্বজনদের খবর দেয় সদর থানা-পুলিশ। সালমার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন গিয়ে লাশ দেখে ওই লাশ সালমার নয় বলে জানান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার সকালে জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার ব্রিজের কাছ থেকে তিন সন্তান নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন গৃহবধূ সালমা বেগম। ঝাঁপ দেওয়ার পরপরই স্থানীয়রা তাঁর এক বছর ও আড়াই বছরের দুই সন্তানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ডায়াপার পরানো থাকায় তারা নদীতে ভেসে ছিল। এর ২৪ ঘণ্টা পর সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০ ফুট ভাটিতে বড় ছেলে সাহাবীর ওরফে জাফরের (৭) মরদেহ খুঁজে পায় স্থানীয়রা।
নিখোঁজ সালমা বেগম নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজবাহার মাতবরের স্ত্রী। আজবাহার মাতবর এক সময় ভোজেশ্বর বাজারে পাটের ব্যবসা করলেও বর্তমানে বিদেশ যাওয়ার চেষ্টায় রয়েছেন।
ঘটনার পর থেকে নড়িয়া ফায়ার সার্ভিসের সাত সদস্যদের একটি দল ও মাদারীপুর থেকে আগত চার সদস্যদের একটি ডুবুরি দল গত দুই দিন অভিযান চালালেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি।
স্বামী, শাশুড়ি ও ননদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সালমা তার তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেয় বলে অভিযোগ করেন সালমার স্বজনেরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার পাচক গ্রামের রিকশাচালক লোকমান ছৈয়ালের মেয়ে সালমার পারিবারিকভাবে ১০ বছর আগে আজবাহারের সঙ্গে বিয়ে হয়। সাহাবীর ওরফে জাফর (৭), আনিকা (৩) ও সলেমান (১) নামে তাঁদের তিন সন্তান ছিল। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছি। গত শনিবার রাতে শাশুড়ি ও ননদের সঙ্গে ঝগড়া হয় সালমার। পরে তাঁর স্বামী আজবাহার সালমাকে মারধর করেন বলে সালমার স্বজনদের অভিযোগ। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে তিন সন্তানকে নিয়ে সালমা নদীতে ঝাঁপ দেন।
সালমার মা মেয়ে ও তিন নাতি হারিয়ে পাগলপ্রায়। তিনি বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘দরিদ্র হওয়ায় ওরা আমার মেয়েকে শান্তিতে থাকতে দেয়নি। এতদিন সব অত্যাচার নির্যাতন মুখ বুঝে সহ্য করেছে। তারা ঠিকমতো খাওন দিত না আমার মেয়েকে। তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।’
ঘটনার পর থেকে স্বামী আজবাহারকে নদীর পাড়ে বিলাপ করতে দেখা গেছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রীকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমি তাকে একটা ফুলের টোকাও দিইনি। আমার মা-বোনও কখনো তাকে খারাপ জানেনি। ও কী কারণে আমার সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে আল্লাহ ভালো জানেন।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আংগারিয়া কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছিল ওই মরদেহ সালমা বেগমের। পরে সালমা বেগমের স্বজনদের খবর দিলে তারা দেখে জানান, এই লাশ সালমা বেগমের নয়। পরবর্তীতে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সালমা বেগমকে এখনো শনাক্ত করা যায়নি। গতকাল নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে তিন শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায়ও সালমা বেগমের (২৯) সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে আজ মঙ্গলবার ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু সেটি সালমা বেগমের নয় বলে নিশ্চিত করেছেন তাঁর স্বজনেরা।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ বলছে, সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দড়িচর দাদপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে সালমার স্বজনদের খবর দেয় সদর থানা-পুলিশ। সালমার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন গিয়ে লাশ দেখে ওই লাশ সালমার নয় বলে জানান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার সকালে জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার ব্রিজের কাছ থেকে তিন সন্তান নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন গৃহবধূ সালমা বেগম। ঝাঁপ দেওয়ার পরপরই স্থানীয়রা তাঁর এক বছর ও আড়াই বছরের দুই সন্তানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ডায়াপার পরানো থাকায় তারা নদীতে ভেসে ছিল। এর ২৪ ঘণ্টা পর সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০ ফুট ভাটিতে বড় ছেলে সাহাবীর ওরফে জাফরের (৭) মরদেহ খুঁজে পায় স্থানীয়রা।
নিখোঁজ সালমা বেগম নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজবাহার মাতবরের স্ত্রী। আজবাহার মাতবর এক সময় ভোজেশ্বর বাজারে পাটের ব্যবসা করলেও বর্তমানে বিদেশ যাওয়ার চেষ্টায় রয়েছেন।
ঘটনার পর থেকে নড়িয়া ফায়ার সার্ভিসের সাত সদস্যদের একটি দল ও মাদারীপুর থেকে আগত চার সদস্যদের একটি ডুবুরি দল গত দুই দিন অভিযান চালালেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি।
স্বামী, শাশুড়ি ও ননদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সালমা তার তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেয় বলে অভিযোগ করেন সালমার স্বজনেরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার পাচক গ্রামের রিকশাচালক লোকমান ছৈয়ালের মেয়ে সালমার পারিবারিকভাবে ১০ বছর আগে আজবাহারের সঙ্গে বিয়ে হয়। সাহাবীর ওরফে জাফর (৭), আনিকা (৩) ও সলেমান (১) নামে তাঁদের তিন সন্তান ছিল। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছি। গত শনিবার রাতে শাশুড়ি ও ননদের সঙ্গে ঝগড়া হয় সালমার। পরে তাঁর স্বামী আজবাহার সালমাকে মারধর করেন বলে সালমার স্বজনদের অভিযোগ। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে তিন সন্তানকে নিয়ে সালমা নদীতে ঝাঁপ দেন।
সালমার মা মেয়ে ও তিন নাতি হারিয়ে পাগলপ্রায়। তিনি বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘দরিদ্র হওয়ায় ওরা আমার মেয়েকে শান্তিতে থাকতে দেয়নি। এতদিন সব অত্যাচার নির্যাতন মুখ বুঝে সহ্য করেছে। তারা ঠিকমতো খাওন দিত না আমার মেয়েকে। তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।’
ঘটনার পর থেকে স্বামী আজবাহারকে নদীর পাড়ে বিলাপ করতে দেখা গেছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রীকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমি তাকে একটা ফুলের টোকাও দিইনি। আমার মা-বোনও কখনো তাকে খারাপ জানেনি। ও কী কারণে আমার সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে আল্লাহ ভালো জানেন।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আংগারিয়া কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছিল ওই মরদেহ সালমা বেগমের। পরে সালমা বেগমের স্বজনদের খবর দিলে তারা দেখে জানান, এই লাশ সালমা বেগমের নয়। পরবর্তীতে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সালমা বেগমকে এখনো শনাক্ত করা যায়নি। গতকাল নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে