নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনবঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন। আজ সোমবার ঈদুল আজহার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা।
দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ঈদুল আজহার দিনে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রণ বলেন, ‘২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বর। এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ তিন বছর থাকার পরও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তির সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার জন্য সারা পৃথিবী ছাড় পেলেও শুধু ১৭তমদের জন্য কোনো ছাড় নেই।’
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা বলেন, ‘আমাদের মৌলিক অধিকার পেতে এত হয়রানি, এত দুঃখ! আমরা ১৭তম নিবন্ধনের শিক্ষকেরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাব?’ তাঁরা মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আবেদনবঞ্চিত ৭৩৯ জন শিক্ষককে অন্তত একবার আবেদনের সুযোগ করে দিতে পারেন।
তাঁরা আরও বলেন, ‘কত কষ্ট, কত ত্যাগ-তিতিক্ষা হলে মানুষ গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি না করে রাজধানীতে মানববন্ধন করে, আপনারা বোঝেন? অথচ লাখ লাখ মানুষ ছুটিতে গ্রামে যাচ্ছে।’ এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এর আগে ১৭তম নিবন্ধে পাস করা শিক্ষকেরা অন্তত একবার আবেদনের দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিকবার আন্দোলন করেছেন। এমনকি আবেদনের সুযোগ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায়ে এবার দাবি মানা না হলে ঈদুল আজহার ছুটির পর এনটিআরসিএর কার্যালয়ের সামনেসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে বৃহত্তর আন্দোলন হবে।
উল্লেখ্য, এনটিআরসিএ গত ৩১ মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেন। এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু কম প্রার্থীকে। এতে ১৭তম ৭৩৯ শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনবঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন। আজ সোমবার ঈদুল আজহার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা।
দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ঈদুল আজহার দিনে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রণ বলেন, ‘২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বর। এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ তিন বছর থাকার পরও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তির সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার জন্য সারা পৃথিবী ছাড় পেলেও শুধু ১৭তমদের জন্য কোনো ছাড় নেই।’
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা বলেন, ‘আমাদের মৌলিক অধিকার পেতে এত হয়রানি, এত দুঃখ! আমরা ১৭তম নিবন্ধনের শিক্ষকেরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাব?’ তাঁরা মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আবেদনবঞ্চিত ৭৩৯ জন শিক্ষককে অন্তত একবার আবেদনের সুযোগ করে দিতে পারেন।
তাঁরা আরও বলেন, ‘কত কষ্ট, কত ত্যাগ-তিতিক্ষা হলে মানুষ গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি না করে রাজধানীতে মানববন্ধন করে, আপনারা বোঝেন? অথচ লাখ লাখ মানুষ ছুটিতে গ্রামে যাচ্ছে।’ এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এর আগে ১৭তম নিবন্ধে পাস করা শিক্ষকেরা অন্তত একবার আবেদনের দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিকবার আন্দোলন করেছেন। এমনকি আবেদনের সুযোগ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায়ে এবার দাবি মানা না হলে ঈদুল আজহার ছুটির পর এনটিআরসিএর কার্যালয়ের সামনেসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে বৃহত্তর আন্দোলন হবে।
উল্লেখ্য, এনটিআরসিএ গত ৩১ মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেন। এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু কম প্রার্থীকে। এতে ১৭তম ৭৩৯ শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হন।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১২ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে