গাজীপুর প্রতিনিধি
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে