নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের বিষয়ে রুল দিলেও জামিন দিয়েছেন তানিয়া খন্দকারকে’।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় ওই কিশোরী গৃহকর্মী। ভবনের নিচে তার লাশ মেলার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। পরদিন প্রীতির বাবা লোকেশ উরাং মোহাম্মদপুর থানায় মামলা করেন। ওই মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিচারিক আদালতে কয়েক দফা জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন তারা। এদিকে নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে গত ২ এপ্রিল অব্যাহতি দিয়েছে ডেইলি স্টার কর্তৃপক্ষ।
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের বিষয়ে রুল দিলেও জামিন দিয়েছেন তানিয়া খন্দকারকে’।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় ওই কিশোরী গৃহকর্মী। ভবনের নিচে তার লাশ মেলার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। পরদিন প্রীতির বাবা লোকেশ উরাং মোহাম্মদপুর থানায় মামলা করেন। ওই মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিচারিক আদালতে কয়েক দফা জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন তারা। এদিকে নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে গত ২ এপ্রিল অব্যাহতি দিয়েছে ডেইলি স্টার কর্তৃপক্ষ।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪৪ মিনিট আগে