রাতুল মন্ডল, শ্রীপুর
প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে গাজীপুরের শ্রীপুরে ছুটে এসেছেন এক তরুণী। তাঁর নাম লায়ডা এ লোজা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার বাসিন্দা। গতকাল রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বরণ করা হয়েছে। বিয়ের পরে নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান।
জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া কুমারপাড়া এলাকার ইমরান হোসেন খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয় লায়ডার। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শ্রীপুরের সাধারণ মানুষের মাঝে অন্য রকম আনন্দ দেখা গেছে। আশপাশের প্রতিবেশীরা বাংলাদেশি যুবকের আমেরিকান বউ দেখতে বাড়িতে ভিড় করছেন।
স্বজনেরা জানান, তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোগাযোগের একপর্যায়ে একবার দেশে আসতে গিয়ে বিমান বন্দরে ইমিগ্রেশন জটিলতায় আসতে পারেননি যুক্তরাষ্ট্রের ওই তরুণী।
কোভিড জটিলতায় ইমিগ্রেশন বিভাগ তাঁকে আটকে দেয়। পরে সব সমস্যা আইনি জটিলতা সমাধান হলে রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। সোমবার ভোরে ইমরানের বাড়িতে আনা হয় তাঁকে।
ইমরানের প্রতিবেশী সবুজ মিয়া জানান, আমাদের গ্রামে হাজার মাইল দূরের আমেরিকা থেকে এক তরুণী প্রেমের টানে ছুটে এসেছেন। ভাবতেই ভালো লাগছে। সকাল থেকেই আমরা বিদেশি নতুন বউকে দেখতে ওই বাড়িতে গিয়েছি। ভাষার কারণে সব বোঝানো যাচ্ছে না। কোনো কিছু জানতে চাইলে ছেলে (বর) বউকে বুঝিয়ে দিচ্ছে। এতে সে বেশ আনন্দ প্রকাশ করে। আমরাও আনন্দ পাচ্ছি।
জানতে চাইলে ইমরান হোসেন খান বলেন, ‘চলতি বছরের জানুয়ারির দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। এরই মধ্যে একবার এ দেশে আসার চেষ্টা করলেও সমস্যা তৈরি হয়। সে সময় ইস্তাম্বুল আটকা পড়েছিল কোভিড জটিলতায়। পরে আমরা নেপালে দেখা করে সেখানে বিয়ে করি। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরে তার নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান।’
ইমরান আরও বলেন, ‘রোববার রাতে শাহজালাল বিমান বন্দর থেকে তাঁকে বাড়ি নিয়ে আসি। বাড়ির অন্যান্যদের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠছে। ভাষাগত জটিলতার কারণে সবকিছু এখনো বুঝে উঠতে পারে না। পরে আমি বুঝিয়ে দিলে সে বুঝে।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এমন খবর আমাদের জানা নাই। খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত বলতে পারব।’
প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে গাজীপুরের শ্রীপুরে ছুটে এসেছেন এক তরুণী। তাঁর নাম লায়ডা এ লোজা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার বাসিন্দা। গতকাল রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বরণ করা হয়েছে। বিয়ের পরে নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান।
জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া কুমারপাড়া এলাকার ইমরান হোসেন খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয় লায়ডার। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শ্রীপুরের সাধারণ মানুষের মাঝে অন্য রকম আনন্দ দেখা গেছে। আশপাশের প্রতিবেশীরা বাংলাদেশি যুবকের আমেরিকান বউ দেখতে বাড়িতে ভিড় করছেন।
স্বজনেরা জানান, তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোগাযোগের একপর্যায়ে একবার দেশে আসতে গিয়ে বিমান বন্দরে ইমিগ্রেশন জটিলতায় আসতে পারেননি যুক্তরাষ্ট্রের ওই তরুণী।
কোভিড জটিলতায় ইমিগ্রেশন বিভাগ তাঁকে আটকে দেয়। পরে সব সমস্যা আইনি জটিলতা সমাধান হলে রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। সোমবার ভোরে ইমরানের বাড়িতে আনা হয় তাঁকে।
ইমরানের প্রতিবেশী সবুজ মিয়া জানান, আমাদের গ্রামে হাজার মাইল দূরের আমেরিকা থেকে এক তরুণী প্রেমের টানে ছুটে এসেছেন। ভাবতেই ভালো লাগছে। সকাল থেকেই আমরা বিদেশি নতুন বউকে দেখতে ওই বাড়িতে গিয়েছি। ভাষার কারণে সব বোঝানো যাচ্ছে না। কোনো কিছু জানতে চাইলে ছেলে (বর) বউকে বুঝিয়ে দিচ্ছে। এতে সে বেশ আনন্দ প্রকাশ করে। আমরাও আনন্দ পাচ্ছি।
জানতে চাইলে ইমরান হোসেন খান বলেন, ‘চলতি বছরের জানুয়ারির দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। এরই মধ্যে একবার এ দেশে আসার চেষ্টা করলেও সমস্যা তৈরি হয়। সে সময় ইস্তাম্বুল আটকা পড়েছিল কোভিড জটিলতায়। পরে আমরা নেপালে দেখা করে সেখানে বিয়ে করি। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরে তার নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান।’
ইমরান আরও বলেন, ‘রোববার রাতে শাহজালাল বিমান বন্দর থেকে তাঁকে বাড়ি নিয়ে আসি। বাড়ির অন্যান্যদের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠছে। ভাষাগত জটিলতার কারণে সবকিছু এখনো বুঝে উঠতে পারে না। পরে আমি বুঝিয়ে দিলে সে বুঝে।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এমন খবর আমাদের জানা নাই। খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত বলতে পারব।’
ঘেরের পর এবার আবাসন ব্যবসায়ের আগ্রাসনে উজাড় হচ্ছে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের হরিণার বিলের তিন ফসলি জমি। প্রাকৃতিক এই জলাধার ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করছে আবাসন ব্যবসায়ীরা। আইন ভেঙে অবাধে চলছে জমির শ্রেণি পরিবর্তন। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। বছরজুড়ে জলাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফসল
১ মিনিট আগেবন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকার কৃষকেরা। চলতি মৌসুমে শীতকালীন সবজি, ভুট্টা ও বোরো আবাদের ক্ষেত্রে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের সংকটে রয়েছেন তাঁরা। সার যা মেলে, তা-ও সরকারনির্ধারিত দরের চেয়ে বস্তায় ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি রাখছেন ডিলাররা।
৮ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। গতকাল সোমবার পৌরসভার ওয়াক্তিয়া মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে কাজ শুরু করেন। এ সময় পৌরসভার প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বৈষ
২৮ মিনিট আগে