বিমানবন্দর সড়কে টানা ১২ দিনের যানজট সতর্কতা, সময় নিয়ে বেরোনোর অনুরোধ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৩: ১২

রাজধানীর বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত আজ (রোববার) থেকে আগামী ১৮ মার্চ প্রতিদিন সকাল ৬টা থেকে সড়কের উন্নয়নকাজ চলবে। ফলে ওই পথে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলের জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার সওজের প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত) সড়কে পূর্ব ও পশ্চিম পাশে আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে ১৮ মার্চ (রোববার) সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়নকাজ চলবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

এমতাবস্থায় ওই করিডরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। 

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত